দুধ ও লেবুর রস
যারা অধিক ট্যানের সমস্যায় ভুগছেন তারা ব্যবহার করুন দুধ ও লেবুর রসের প্যাক। পাত্রে দুধ নিন। এবার তাতে দিন লেবুর রস। তা তুলোয় করে মুখ ও হাতে লাগান। যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক পরিষ্কার করতে এই প্যাক ব্যবহার করতে পারেন। দূর হবে ট্যান।
দুধ ও ওটস
দুধ ও ওটসের প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান দুধ। এবার এই মিশ্রণ ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক পরিষ্কার করতে এই প্যাক ব্যবহার করতে পারেন।