বয়স বাড়ার সাথে সাথে চুল পেকে যাওয়া স্বাভাবিক। কিন্তু অল্প বয়সেই চুল পেকে যাওয়া সমস্যা। ৪০ বছর বয়সের পর এক-দুটি চুল পাকতে শুরু করে। কিন্তু আজকাল ২০, ৩০ বছর বয়সেই অকাল পক্কতা দেখা যায়। বংশগতি, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, চুলের যত্ন ইত্যাদি নানা কারণে এই সমস্যা বেড়েই চলেছে। অকাল পক্কতা রোধে কিছু খাবার সাহায্য করতে পারে। এই পোস্টে সেই খাবারগুলো সম্পর্কে জানুন।