
বর্ষার মরশুমে চুলের নানান সমস্যা লেগেই থাকে। এই সমস্যা থেকে মুক্তি উপায় খুঁজে বের করা কঠিন। সমস্যা থেকে বাঁচতে গেলে কী করবেন কেউ ভেবে উঠতে পারেন না। আজ রইল বিশেষ টিপস। বর্ষার সময় চুল পড়ার সমস্যা থেকে বাঁচতে এই টোটকা মেনে চলুন। সপ্তাহে মাত্র একদিনের ব্যবহারে মিলবে উপকার। জেনে নিন কী করবেন।
মাথার ত্বক থেকে তেল দূর করতে লেবুর রস ব্যবহার করুন। এতে চুল ভেঙে যাওয়ার সমস্যা দূর হবে। লেবুর রস তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে চুল পড়ার সমস্যা কমবে।
চুল ধোয়ার দুই ঘন্টা আগে আপনার মাথায় ত্বকে অ্যালোভেরা জেল লাগান। আপনার চুলের তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে প্রায় ৬ দিন মতো ব্যবহার করলে মিলবে উপকার।
কলা ও মধুর প্যাক লাগাতে পারেন। কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। স্ক্যাল্প বাদ দিয়ে পুরো চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করলে মিলবে উপকার।
মেথি বীজ চুলের জন্য উপকারী। মেথি বীজ জলে ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে তা বেটে নিন। এবার এই পেস্ট পুরো চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। শ্যাম্পু করে নিন। এতে চুল হবে সিল্কি। সঙ্গে চুল পড়ার সমস্যা কমবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে মিলবে উপকার।
মুলতানি মাটি ও লেবুর রসের গুণে মিলবে উপকার। পাত্রে মুলতানি মাটি নিন। তাতে পরিমাণ মতো জল দিয়ে গুলে নিন। এতে দিন লেবুর রস। তা ব্রাশে করে পুরো চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। শ্যাম্পু করে নিন। এতে চুল পড়া বন্ধ হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে মিলবে উপকার।