ত্বক উজ্জ্বল করতে সারা বছরই আমরা সকলে মেনে চলি কোনও না কোনও পদ্ধতি। কেউ নিত্য নতুন পণ্য ব্যবহার করেন তো কেউ ব্যবহার করেন ঘরোয়া টোটকা। সারা বছরই ত্বক নিয়ে কোনও না কোনও সমস্যা লেগে থাকে। এই সমস্যা দ্বিগুণ হয়ে যায় শীতের মরশুমে। এই সময় রুক্ষ্ম ত্বক, ত্বক ফাটা ও চুলকানির মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন বিশেষ টোটকা।