চুলের যত্নে জানুন মুলতানি মাটির কামাল, দূর হবে খুশকি সঙ্গে বন্ধ হবে চুল পড়ার সমস্যা

Published : Jul 23, 2025, 03:53 PM IST
dandruff

সংক্ষিপ্ত

এই ভরা বর্ষায় খুশকি আপনাকে বিরক্ত করলে ভরসা রাখতে পারেন মুলতানি মাটির ওপর। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিকভাবে আপনার স্ক্যাল্পের সমস্যা সমাধানে কার্যকর।

শীত বা বর্ষায় চুলের সবথেকে বিরক্তিকর সমস্যা হলো খুশকি। শুষ্ক স্ক্যাল্প, মাথায় চুলকানি, চুল ঝরে পড়া - সব মিলিয়ে অতিষ্ট হয়ে যেতে হয়। খুশকি সারাতে অনেকেই বাজারজাত শ্যাম্পু, তেল, সিরাম ব্যবহার করে থাকে, তবে ফল দীর্ঘস্থায়ী হয় না। আবার পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আশঙ্কাও থাকে। এক্ষেত্রে প্রাকৃতিক ও ঘরোয়া সমাধানের ওপর বিশ্বাস রাখেন। প্রাকৃতিক সমাধানে কার্যকর হতে পারে মুলতানি মাটি। এটি কেবল ত্বকের যত্নে নয়, চুলের যত্নেও দারুণ কার্যকর।

কীভাবে বানাবেন মুলতানি মাটি দিয়ে হেয়ার মাস্ক?

উপকরণ

* মুলতানি মাটি গুঁড়ো ২-৩ টেবিল চামচ * অ্যাপেল সাইডার ভিনিগার ১ চা চামচ * অ্যালোভেরা জেল ১ চা চামচ * অলিভ অয়েল ১-২ ফোঁটা * জল পরিমাণমতো মুলতানি ভিজানোর জন্য

প্রস্তুত প্রণালী

একটি পাত্রে মুলতানি মাটি গুঁড়ো জলে ভিজিয়ে রাখুন অন্তত ১৫-২০ মিনিট। এরপর তাতে অ্যাপেল সাইডার ভিনিগার, অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।

চুল হালকা ভিজিয়ে এই মাস্কটি স্ক্যাল্প ও চুলে ভালোভাবে লাগান। ২০ মিনিট রেখে দিন, কিন্তু বেশিক্ষন রাখবেন না। তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কেন মাখবেন এই মাস্ক?

মুলতানি মাটি দিয়ে তৈরি এই মাস্ক চুলের শুষ্কতা নিয়ন্ত্রণ করে ও স্ক্যাল্পে খুশকির সমস্যা কমায়। এতে থাকা অ্যাপেল সাইডার ভিনিগার খুশকি জাতীয় সংক্রমণ কমায় এবং অলিভ অয়েল ও অ্যালোভেরা জেল চুলে পুষ্টি জোগাতে, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে ও চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি
Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন