শীতের মরসুমে চুলের এই কয়টি সমস্যা প্রসঙ্গে থাকুন সতর্ক, রইল সমস্যা থেকে মুক্তির উপায়

বর্ষায় বাড়ে চুল পড়ার সমস্যা, গরমে স্ক্যাল্প তেলা হয়ে যায়। আর শীতে অনেকে স্ক্যাল্প চুলকানির সমস্যায় ভোগেন। আজ রইল চুলের কয়টি সমস্যার কথা। জেনে নিন শীতের মরশুমে মূলত কোন কোন সমস্যায় ভোগেন। দেখে নিন তালিকা।

সারা বছর চুল নিয়ে নানান সমস্যা লেগে থাকে। চুল পড়া থেকে খুশকির মতো সমস্যায় ভোগেন প্রায় সকলে। তবে, মরশুম অনুসারে বদলাতে থাকে এই সমস্যা। যেমন বর্ষায় বাড়ে চুল পড়ার সমস্যা, গরমে স্ক্যাল্প তেলা হয়ে যায়। আর শীতে অনেকে স্ক্যাল্প চুলকানির সমস্যায় ভোগেন। আজ রইল চুলের কয়টি সমস্যার কথা। জেনে নিন শীতের মরশুমে মূলত কোন কোন সমস্যায় ভোগেন। দেখে নিন তালিকা।

রুক্ষ্ম চুলের সমস্যার জেরবার অবস্থা হয় প্রায় সকলেই। এই সময় আবহাওয়ার কারণে চুলও রুক্ষ্ম হয়ে পড়ে। চুলে শুষ্কভাব দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শীতের মরশুমে অয়েল ম্যাসাজ করুন। এতে চুল নরম হবে। দূর হবে রুক্ষ্ম ও শুষ্ক ভাব। মেনে চলুন এই বিশেষ টিপস।

Latest Videos

 

শীতের মরশুমে ডগা চেরার সমস্যা দেখা দেয়। এই সময় শীত পড়ার আগে থেকে সতর্ক হন। শীতের মরশুমে ডগা চেরার সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন ঘরোয়া টোটকা। এই সময় অনেকের হেয়ার ট্রিটমেন্ট করিয়ে থাকেন। একান্ত তা না করাতে হলে দই মাখতে পারেন। মাখতে পারেন অমন্ড অয়েল। এই ধরনের উপাদান ব্যবহারে মুক্তি পেতে পারেন সমস্যা থেকে।

খুশকি সমস্যায় কম-বেশি ভোগেন সকলেই। শীতের মরশুমে খুশকির সমস্যা খুবই সাধারণ সমস্যা। এর থেকে মুক্তি পেতে পাতিলেবু ব্যবহার করতে পারেন। পাতিলেবু কেটে টুকরো করে নিন। এবার তা স্ক্যাল্পে ঘষুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার।

স্ক্যাল্পে চুলকানির সমস্যা ভুক্তভোগী থাকেন অনেকে। এই সময় স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। এই সমস্যার কারণে চুলকানি দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে দই ও ডিমের প্যাক লাগাতে পারেন। তেমনই তেল ম্যাসাজে মিলবে উপকার। স্ক্যাল্পে চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টোটকা।

 

চুল পড়ার সমস্যায় শীতের মরশুমে জেরবার অবস্থা হন সকলের। এই সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক পণ্য ব্যবহার করুন। শীতের সময় এমন শ্যাম্পু বেছে নিন যা শীতে চুল ভালো রাখবে। মেনে চলুন এই বিশেষ টিপস। সঙ্গে চুল পড়া বন্ধ করতে ঘরোয়া প্যাক লাগাতে পারেন। শীতে এমন প্যাক বেছে নিন তাতে যেমন চুল থাকবে নরম তেমনই দূর হবে চুল পড়ার সমস্যা। তাই সতর্ক থাকুন। দ্রুত মিলবে উপকার। 

 

আরও পড়ুন- গর্ভাবস্থায় ব্যবহার করুন এই কয়টি ঘরোয়া টোটকা, দূর হবে চুলের যাবতীয় সমস্যা 

আরও পড়ুন- বেড়ে চলেছে মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার, জেনে নিন এই রোগ কেন হয়, রইল চিকিৎসার কথা 

আরও পড়ুন- দারুচিনি থেকে দই- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেশ উপকারী এই কয়টি খাবার, দেখে নিন এক ঝলকে

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু