সংক্ষিপ্ত
গর্ভাবস্থায় অধিক চুল পড়ার সমস্যায় ভোগেন প্রায় সব মেয়েরা। আজ রইল তিনটি গুরুত্বপূর্ণ টোটকার হদিশ। গর্ভাবস্থায় চুল পড়ার সমস্যা দূর হবে এই তিন টোটকার গুণে। জেনে নিন কী কী।
গর্ভাবস্থা প্রতিটি মেয়ের জন্য সব থেকে সুন্দর সময়। সন্তান গর্ভে আসার পর থেকে দীর্ঘ নয় মাস ধরে নানান শারীরিক সমস্যা, নানান জটিলতার মধ্যে দিয়ে পার করতে হয়। এই সময় প্রতিটি মেয়ের শরীরে নানা পরিবর্তন হয়। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। গর্ভাবস্থায় অধিক চুল পড়ার সমস্যায় ভোগেন প্রায় সব মেয়েরা। এই সময় চুল পড়া খুব সাধারণ বিষয়। কিন্তু, এই সমস্যা থেকে মুক্তি পেতে ভুলেও বাজার চলতি পণ্য ব্যবহার করবেন না। এই সকল পণ্যে নানান কেমিক্যাল থাকে। যা গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে। আজ রইল তিনটি গুরুত্বপূর্ণ টোটকার হদিশ। গর্ভাবস্থায় চুল পড়ার সমস্যা দূর হবে এই তিন টোটকার গুণে। জেনে নিন কী কী।
মেথি দিয়ে চুলের যত্ন নিন। একটি বাটিতে জল নিয়ে তাতে ২ টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে বেটে নিন এই মেথি। এবার এই মেথির সঙ্গে মেশান ক্যাস্টর অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে চুল পড়ার সমস্যা দূর হবে।
গর্ভাবস্থায় ব্যবহার করতে পারেন আমলা। ২টো আমলা নিয়ে সেদ্ধ করে নিন। এবার তা বেটে নিন। অথবা আমলকি কেটে বীজ বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এই আমলকি বাটা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। তারপর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। গর্ভাবস্থায় চুল পড়ার সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন আমলা। আমলা চুলের জন্য বেশ উপকারী। আর এটি গর্ভাবস্থায় কোনও ক্ষতি করে না। ফলে ব্যবহার করতে পারেন এই বিশেষ উপাদান।
নিমপাতার ব্যবহারে গর্ভাবস্থায় চুলের সমস্যা সমাধান করুন। কয়েকটি নিম পাতা ভালো করে ধুয়ে তা বেটে নিন। এবার এই নিমপাতা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। গর্ভাবস্থায় ব্যবহার করতে পারেন এই প্যাক। খুশকির সমস্যা দূর করতে ও চুল পড়ার সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন এই নিমপাতা। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারে মিলবে উপকার। গর্ভাবস্থায় ব্যবহার করুন এই কয়টি ঘরোয়া টোটকা, দূর হবে চুলের যাবতীয় সমস্যা।
আরও পড়ুন- বেড়ে চলেছে মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার, জেনে নিন এই রোগ কেন হয়, রইল চিকিৎসার কথা
আরও পড়ুন- দারুচিনি থেকে দই- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেশ উপকারী এই কয়টি খাবার, দেখে নিন এক ঝলকে
আরও পড়ুন- শারীরিক সুস্থতা বজায় রাখতে দিন শুরু করুন এই বিশেষ উপায়, রইল পাঁচটি গুরুত্বপূর্ণ পানীয়ের হদিশ