শাড়ি ও গয়নার অপূর্ব মেলবন্ধন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল ‘পদাবলী' কালেকশন

ঐতিহ্যবাহী জামদানি, তাঁত এবং কাঁথাস্টিচের শাড়ির নকশার সঙ্গে গয়নার নকশার যুগলবন্দীর এক অপরূপ কাহিনী তৈরি করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, যেখানে এই শাড়িগুলির পাড় ও আঁচলের নক্সা গয়নায় প্রতিফলিত হয়েছে। 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গসিপ নিয়ে এসেছে এই পদাবলী কালেকশনের বিপুল সম্ভার। রুপো এবং অন্যান্য ধাতুর তৈরি গয়না 'পদাবলী' প্রথম সংস্করণে বিপুল সাফল্য পাওয়ার পরে এটি দ্বিতীয় সংস্করণ। পদাবলী শব্দের অর্থ কাহিনী। বৈষ্ণব সাহিত্য সহ বিভিন্ন বাংলা সাহিত্যে এই পদাবলী শব্দের উল্লেখ পাওয়া যায়। বৈষ্ণব পদাবলীতে যেমন রাধাকৃষ্ণের প্রেমলীলার নানা কাহিনী বর্ণিত হয়েছে তেমনই বাংলার দুই হস্তশিল্প - শাড়ি ও গয়না, এদের দুজনের বন্ধুত্বের কাহিনী ফুটে উঠেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ‘পদাবলী' তে। 

ঐতিহ্যবাহী জামদানি, তাঁত এবং কাঁথাস্টিচের শাড়ির নকশার সঙ্গে গয়নার নকশার যুগলবন্দীর এক অপরূপ কাহিনী তৈরি করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, যেখানে এই শাড়িগুলির পাড় ও আঁচলের নক্সা গয়নায় প্রতিফলিত হয়েছে। শাড়ির বুনন, জমি, পাড় ও আঁচলে যা কাহিনি চিত্রিত থাকবে, সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে গয়নার নকশায়। শাড়ীতে থাকা পাখি, গাছ, পাতা, পশু-পাখি সহ নানা আকার আকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইনারা মুন্সিয়ানার সঙ্গে গয়নার নকশার এই অনন্য মেলবন্ধন গড়ে তুলেছেন।   

Latest Videos

শাড়ি বা অন্য চিরাচরিত ঐতিহ্যের পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরার চল বহুদিনের। তন্তুশিল্পী থেকে শুরু করে জহুরীশিল্পী প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের ফসল পদাবলী। আগামী ২৩ মার্চ থেকে ২৬ মার্চ মেনকা সিনেমা হলের কাছেই গ্যালারী গোল্ডে এই প্রদর্শনীর ব্যবস্থা করেছে সেনকো গোল্ড। দুপুর ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলাকালীন ক্রেতারা নিজেদের পছন্দের শাড়ি এবং গয়না কিনতে পারবেন। সেই শাড়ির সঙ্গে মানানসই গলার হার, কানের দুল, চুড়ি সবই পাওয়া যাবে। দাম হাজার টাকা থেকে শুরু। ২৬ মার্চের পর থেকে এই নতুন পদাবলি কালেকশন পাওয়া যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্টোরে। পদাবলী, পয়লা বৈশাখে ফ্যাশনিস্তাদের নতুন শাড়ির সঙ্গে মানাসই গয়নায় এক অপরূপ সাজে সাজিয়ে তুলবে।

এই উদ্যোগের প্রধান স্থপতি সংস্থার ডিরেক্টর জয়িতা সেন বলেন, “মহিলারা নিজেদের প্রতিনিয়ত নতুন নতুন রূপে সাজাতে ভালোবাসেন। জীবনের প্রতিটি পর্যায়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে সেই রূপ, সেই সাজ এক অনন্য মাত্রা পায়। মহিলাদের আত্মতৃপ্তি এবং নিজস্ব ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে এর মাধ্যমে। আমরা সেই চাওয়াকেই এক নতুন রূপ দিতে চাইছি।' 

 

Share this article
click me!

Latest Videos

এটা কী হচ্ছে বাংলাদেশে? এরা কারা? ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় | Bangladesh Viral Video
নিজের ঘরেই পাওয়া গেল নিথর দেহ! নেপথ্যে পরিবার? জমাট বাঁধছে রহস্য! | New Tollygunge News Today
শোকজের উত্তর দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য Humayun Kabir-এর, দেখুন কী বলছেন
'Yunus সাহেবের মেরুদণ্ড সোজা কিনা সন্দেহ!' এ কী বললেন Sukanta #shorts #shortsfeed #shortsvideo
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে