
বর্ষার মরশুমে ত্বকের হাজরা সমস্যা লেগেই থাকে। এই সময় রুক্ষ্ম ভাব কিংবা সাদা সাদা ছোপ দেখা দেয় অনেকের ত্বকে। তেমনই কারও মুখে কালো প্যাচ পড়তে দেখা যায়। বর্ষার সময় ত্বক নিয়ে রয়েছে নানান সমস্যা। সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অধিকাংশই ঠিক করে উঠতে পারেন না। আজ রইল সমস্যা সমাধানের সহজ পন্থা। এবার সমস্যা থেকে বাঁচতে এই কয়টি প্যাকের মধ্যে একটি হাতিয়ার করুন। মিলবে উপকার।
কলা ও ওটসের প্যাক
বানাতে পারেন কলা ও ওটসের প্যাক। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। তাতে কলা চটকে নিন। এবার ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
চকোলেট প্যাক
বর্ষার সময় ব্যবহার করতে পারেন চকোলেট প্যাক। একটি পাত্রে দুধ, মধু, কোকো পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
দই ও চালের গুঁড়ো
বানাতে পারেন দই ও চালের গুঁড়োর প্যাক। পাত্রে চালের গুঁড়ো নিয়ে তাতে দই মেশান। ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
মুসুর ডাল, দুধ ও মধু
বানাতে পারেন মুসুর ডালের প্যাক। প্রথমে মুসুর ডাল বেটে নিন। তাতে দুধ ও মধু মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এভাবে ত্বকের যত্ন নিন। এতে মিলবে উপকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।