পুজোয় দাগহীন উজ্জ্বল ত্বক পেতে এখন থেকে শুরু করুন ত্বকচর্চা, রইল বিটের তৈরি প্যাকের হদিশ

পুজোয় দাগহীন উজ্জ্বল ত্বক পেতে এখন থেকে শুরু করুন ত্বকচর্চা। জেনে নিন কী করবেন। কোন উপায় মিলবে উপকার। 

Sayanita Chakraborty | Published : Aug 24, 2024 11:02 AM IST / Updated: Sep 10 2024, 06:18 PM IST

হাতে মাত্র আর দেড় মাস মতো সময়। তারপরই শুরু হবে দেবীর আরাধনা। দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটবে। মর্ত্যে আসবেন মা দূর্গা। এই পুজোকে ঘিরে সকলেরই নানান পরিকল্পনা থাকে। চারদিন সকাল-বিকেল জুড়ে নানা পরিকল্পনা। এই সময় সকলেই চান সবার নজর কাড়তে। আর তার জন্য দরকার দাগহীন উজ্জ্বল ত্বক। পুজোয় দাগহীন উজ্জ্বল ত্বক পেতে এখন থেকে শুরু করুন ত্বকচর্চা, রইল বিটের তৈরি প্যাকের হদিশ।

বিটের রস ও মুলতানি মাটি

Latest Videos

প্যাক বানাতে পারেন বিটের রস ও মুলতানি মাটি দিয়ে। প্রথমে বিট ছোট করে টেকে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। একটি পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে বিটের রস মেশান। ত্বকে লাগালে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বিটের রস, দুধ ও অলিভ অয়েল

প্যাক বানান বিটের রস, দুধ ও অলিভ অয়েল দিয়ে। প্রথমে বিট ছোট করে টেকে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। একটি পাত্রে সেই রস নিয়ে তাতে দুধ ও অলিভ অয়েল মেশান। ত্বকে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

বিটের রস ও টক দই

বিটের রসের সঙ্গে টক গিয়ে মাখলেও মিলবে উপকার। বিট মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। একটি পাত্রে সেই রস নিন। তাতে টক দই মিশিয়ে ত্বকে লাগান। ত্বকে আসবে জেল্লা। দূর হবে সকল দাগ। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

BJP Live: আর জি করের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
আমার স্বামী নির্যাতিতার বিচারের জন্য সবটাই করেছেন : Tala থানার প্রাক্তন OC'র স্ত্রী | RG Kar Case |
RG Kar Protest Live : শর্ত নিয়েই কালীঘাটে যাচ্ছেন ডাক্তাররা, দেখুন সরাসরি
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ কী অভিযোগ করলেন রাজু বিস্তা? দেখুন | Raju Bista | RG Kar Case
'আবার নবান্ন অভিযান হবে আর এই অভিযান ১৪ তলায় গিয়েই থামবে' হুঙ্কার Mithun Chakraborty-র