
হাতে মাত্র আর দেড় মাস মতো সময়। তারপরই শুরু হবে দেবীর আরাধনা। দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটবে। মর্ত্যে আসবেন মা দূর্গা। এই পুজোকে ঘিরে সকলেরই নানান পরিকল্পনা থাকে। চারদিন সকাল-বিকেল জুড়ে নানা পরিকল্পনা। এই সময় সকলেই চান সবার নজর কাড়তে। আর তার জন্য দরকার দাগহীন উজ্জ্বল ত্বক। পুজোয় দাগহীন উজ্জ্বল ত্বক পেতে এখন থেকে শুরু করুন ত্বকচর্চা, রইল বিটের তৈরি প্যাকের হদিশ।
বিটের রস ও মুলতানি মাটি
প্যাক বানাতে পারেন বিটের রস ও মুলতানি মাটি দিয়ে। প্রথমে বিট ছোট করে টেকে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। একটি পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে বিটের রস মেশান। ত্বকে লাগালে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
বিটের রস, দুধ ও অলিভ অয়েল
প্যাক বানান বিটের রস, দুধ ও অলিভ অয়েল দিয়ে। প্রথমে বিট ছোট করে টেকে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। একটি পাত্রে সেই রস নিয়ে তাতে দুধ ও অলিভ অয়েল মেশান। ত্বকে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
বিটের রস ও টক দই
বিটের রসের সঙ্গে টক গিয়ে মাখলেও মিলবে উপকার। বিট মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। একটি পাত্রে সেই রস নিন। তাতে টক দই মিশিয়ে ত্বকে লাগান। ত্বকে আসবে জেল্লা। দূর হবে সকল দাগ। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।