
Skincare Tips: বাজারে যতই নিত্য নতুন প্রসাধনী আসুক, প্রাকৃতিক উপাদানে রূপচর্চার টেক্কা দেওয়া মুশকিল। এছাড়াও চড়া দাম আর পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে আজও বলিউড তারকা থেকে শুরু করে বিউটি ব্লগার সকলেই ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানে। কিন্তু অনেকেই ভাবেন প্রাকৃতিক উপাদানে কার্যকারিতা ভীষণ ধীর।
আসলে সমস্যাটা হল উপাদান বাছাই এর ক্ষেত্রে। তাই এই প্রতিবেদনে এমনই কিছু প্রাকৃতিক উপাদান আপনাদের সামনে তুলে ধরা হলো, যেগুলো নিয়মিত ব্যবহারে চমৎকার জেল্লা ফিরে পেতে পারে আপনার ত্বক। চলুন দেখে নিই কি সেই প্রাকৃতিক উপাদানগুলি।
১। চারকোল
ত্বক পরিষ্কার এবং জেল্লা ফিরে পাওয়ার জন্য চারকোল পাউডারের মত আর দ্বিতীয় কিছু নেই। চারকোল পাউডার ত্বক থেকে ময়লা এবং তেল শুষে নিয়ে উজ্জ্বলতা দেয়। ব্রণর সমস্যাও নিয়ন্ত্রণ করে অনেকটা। ট্যান, কালো দাগ-ছোপ দূর করে।
ত্বকে ব্যবহারের জন্য ১ চামচ চারকোল পাউডার ১ চামচ অ্যালোভেরা জেল এবং তার সাথে অল্প উষ্ণ গরম জল মিশিয়ে ক্লিনজার বানিয়ে নিন। মুখে মেখে কিছুক্ষণ রেখে, হালকা হাতে ঘষে তুলে ফেলুন। এটি সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করে দেখুন। ত্বকের হারানো জেল্লা ফিরতে বাধ্য।
২। মুলতানি মাটি
মুলতানি মাটি গুঁড়ো ১ চামচ সাথে ২ চামচ গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার মুখে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর ধুয়ে ফেলুন। ওপেন পোরস, ব্রণ ও ত্বকের তেলতেলও ভাব দূর করতে ভীষণ কার্যকরী এই মাটি। এছাড়াও ত্বক ঠান্ডা রাখে, ত্বকের প্রদাহ কমায়।
৩। চন্দন
আয়ুর্বেদ তত্ত্বে ত্বকের যত্নে চন্দনের বেশ ভূমিকা আছে। তবে চন্দন কাঠ বেটে নিয়ে ব্যবহার করা অনেক বেশি কষ্টকর এবং সময় সাপেক্ষ। সেই তুলনায় চন্দনের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কাজ দেবে একই রকম। চন্দনে থাকা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের নানা রকম সমস্যা কমায় ও উজ্জ্বলতা ফিরিয়ে দেয়। প্রদাহ কমিয়ে নিখুঁত ত্বক পেতে সাহায্য করে আপনাকে।
১ চামচ চন্দনের গুঁড়ো, সাথে ১ চিমটে হলুদ গুঁড়ো, ও কেশর নিন, তাতে মিশিয়ে নিন একটু দুধ। এবার ঘন প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিন ভালো করে। ১৫ মিনিট রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন। চকচকে জেল্লাদার ত্বক ফিরে পাবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।