অল্প বয়সে পাকা চুল? ঘন ও কালো চুলের সমাধান রয়েছে কারি পাতায়! কীভাবে বানাবেন তেল?

Published : Jul 28, 2025, 05:00 PM IST
how to use curry leaves and coconut oil for hair

সংক্ষিপ্ত

চুলের অকাল পরিপক্কতায় বাজারজাত প্রসাধনী কাজে না আসলেও পার্শ্ব প্রতিক্রিয়াহীন কারিপাতার তেল বেশ কার্যকর। বর্ষায় চুল ঝরে যাওয়া ও পাকা চুলের সমস্যা মোকাবিলায় ঘরেই বানিয়ে রাখতে পারেন এই তেল।

এখন চুলের অকাল পরিপক্কতা প্রায় সবারই মাথাব্যথার কারণ। বাজারচলতি নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় ফল পাওয়া যায় না। অথচ ঘরেই রয়েছে সমাধান—কারিপাতা এবং নারকেল তেল, আমরা ছুঁয়েও দেখিনা আজকাল। এই দুটি প্রাকৃতিক উপাদান একত্রে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে এবং পাকা চুলের প্রবণতাও অনেক কমে।

করিপাতার পুষ্টিগুণ

কারিপাতা হল পুষ্টিগুণে সমৃদ্ধ। এই পাতায় রয়েছে ভিটামিন এ, বি, সি, ডি এবং আয়রন, ক্যালশিয়াম, ফসফরাসের মতো নানা ধরনের খনিজ। এই খনিজগুলি ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে। নতুন কোষ তৈরিতেও সহায়তা করে। এ ছাড়াও কারিপাতায় রয়েছে বিটা-ক্যারোটিন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা চুলের ঘনত্ব বৃদ্ধি করার পাশাপাশি জেল্লাও ফিরিয়ে দিতে পারে।

কীভাবে বানাবেন কারিপাতার তেল?

প্রয়োজনীয় উপকরণ

* কারিপাতা ১ কাপ (ভাল করে ধুয়ে শুকিয়ে নিন) * নারকেল তেল ১ কাপ

প্রস্তুত প্রণালী

প্রথমে ধীমে আঁচে কড়াইয়ে নারকেল তেল গরম করুন।তেল গরম হলে তাতে কারিপাতা দিয়ে দিন। ১৫ মিনিট মতো অল্প আঁচে ফুটতে দিন যতক্ষণ না পাতাগুলি ভাজা ভাজা হয়ে যায়। ঠান্ডা হলে ছেঁকে কাচের বোতলে রেখে দিন।

কীভাবে ব্যবহার করবেন এই তেল?

স্নানের অন্তত আধ ঘণ্টা আগে কারিপাতার তেল মাথার ত্বকে আলতো করে মিনিট পাঁচেক মালিশ করে নিন ভালো করে। এবার সময় হয়ে এলে মাইল্ড কোনো শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল। এইভাবে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন, বর্ষাকালেও ভালো থাকবে চুল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি