ত্বকের যত্নে ব্যবহার করুন এই বিশেষ প্যাক, দূর হবে শুষ্ক ভাব, দীপাবলির আগে ত্বকে আসবে জেল্লা

শীতের আগে ত্বক শুষ্ক হয়ে যাওয়া রোধ করতে অ্যালোভেরা ও অলিভ অয়েল, কলা ও মধু এবং দই, লেবুর রস ও মধুর প্যাক ব্যবহারের টিপস।

Sayanita Chakraborty | Published : Oct 19, 2024 12:29 PM IST

আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে সকালে। এই সময় ত্বক অনেকেরই শুষ্ক ভাব দেখা যাচ্ছে। এবার সময়ের আগে থেকে সতর্ক হন। শীত পড়ার আগে ত্বকের নিন বিশেষ যত্ন। এবার ব্যবহার করুন এই কয়টি প্যাকের মধ্যে একটি। মিলবে উপকার।

অ্যালোভেরা ও অলিভ অয়েল দিয়ে প্যাক বানান

Latest Videos

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা ত্বক হবে নরম। একদিন অন্তর ব্যবহার করুন এই প্যাক।

কলা ও মধু দিয়ে প্যাক বানান

কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে কলা ও মধু দিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।

দই, লেবুর রস ও মধু দিয়ে প্যাক বানান

একটি পাত্রে দই নিন। তা ফেটিয়ে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই প্যাক।

দই, কেশর ও বেসনের প্যাক

ত্বকের যত্নে দই, কেশর ও বেসন ব্যবহার করতে পারেন। দই ফেটিয়ে নিন। তাতে মেশান কেশর। মেশাতে পারেন বেসন। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। 

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্যব্যবস্থায় পচন ধরেছে! তবুও মমতার পদত্যাগ চাইছেন না' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
'দোষী মমতার পদত্যাগ চাইছেন না, আন্দোলনের শেষটা বলে নামুন' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'জাগুন আপনারা! ওরা বাড়ছে, আমরা কমছি' মা কালীর কাছে কি চাইলেন শুভেন্দু! তোলপাড়! | Suvendu Adhikari