আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে সকালে। এই সময় ত্বক অনেকেরই শুষ্ক ভাব দেখা যাচ্ছে। এবার সময়ের আগে থেকে সতর্ক হন। শীত পড়ার আগে ত্বকের নিন বিশেষ যত্ন। এবার ব্যবহার করুন এই কয়টি প্যাকের মধ্যে একটি। মিলবে উপকার।
অ্যালোভেরা ও অলিভ অয়েল দিয়ে প্যাক বানান
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা ত্বক হবে নরম। একদিন অন্তর ব্যবহার করুন এই প্যাক।
কলা ও মধু দিয়ে প্যাক বানান
কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে কলা ও মধু দিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।
দই, লেবুর রস ও মধু দিয়ে প্যাক বানান
একটি পাত্রে দই নিন। তা ফেটিয়ে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই প্যাক।
দই, কেশর ও বেসনের প্যাক
ত্বকের যত্নে দই, কেশর ও বেসন ব্যবহার করতে পারেন। দই ফেটিয়ে নিন। তাতে মেশান কেশর। মেশাতে পারেন বেসন। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।