শীতকালে পা ফাটার সমস্যা খুবই সাধারণ। নারকেল তেল ও মধু, বেসন, হলুদ ও গোলাপ জল, মুলতানি মাটি ও লেবুর রস এবং কলা ও মধুর মতো উপাদান দিয়ে তৈরি ঘরোয়া প্যাক ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
পা ফাটার সমস্যায় সারা শীত জুড়ে চলে চিন্তা। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন ভেবে উঠতে পারেন না। তেমনই পা ফাটা থাকলে দেখতে খুবই খারাপ লাগে। সমস্যা থেকে মুক্তি পেতে এবার সময় থাকতে সতর্ক হন। এখন থেকেই ব্যবহার করুন ঘরোয়া প্যাক। এতে পা থাকবে নরম।
নারকেল তেল ও মধু
একটি পাত্রে সম পরিমাণ নারকেল তেল নিন ও মধু নিন। ভালো করে মিশিয়ে নিন। তা তুলোয় করে পায়ে লাগান। তবে, আগে পা পরিষ্কার করে নেবেন। এবার এই প্যাক লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ৪-৫ দিন ব্যবহার করুন।
বেসন, হলুদ ও গোলাপ জল
একটি পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো হলুদ বাটা দিন। এবার গোলাপ জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।
মুলতানি মাটি ও লেবুর রস
একটি পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্রয়োজনে সামান্য জল দিয়ে পারেন। এবার তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।
কলা ও মধু
পা ফাটার সমস্যা দূর করতে কলা ও মধুর প্যাক বেশ উপকারী। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে পা হবে নরম। পা ফাটার সমস্যা দূর হবে।