ত্বক নিয়ে হাজারও সমস্যা লেগে থাকে। বিশেষ করে বৃষ্টির দিনে ত্বকের সমস্যা বাড়তে থাকে। এই সময় কারও ত্বকে দেখা দেয় সংক্রমণ তো কারও ত্বক রুক্ষ্ম হয়ে যায়। সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন বিশেষ টিপস।
রোজ দুবার করে ত্বক পরিষ্কার করুন। বাড়ি ফিরে অবশ্যই ত্বক পরিষ্কার করবেন। তেমনই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে নিন। এই সময় সহজে ত্বকে নোংরা জমে যায়। তা সঠিক ভাবে পরিষ্কার করা প্রয়োজন।
ত্বকে টোনার লাগান। তবে ত্বকের পি এইচ মাত্রা ঠিক থাকে। ত্বক ক্লিন করার পর টোনার লাগান। ত্বকের উপযুক্ত টোনার কিনে নিন। তা ব্যবহারে মিলবে উপকার।
ত্বকে ময়েশ্চরাইজার লাগান নিয়ম করে। এই সময় অজান্তে ত্বকে রুক্ষ্ম ভাব দেখা দেয়। তাই অবশ্যই ময়েশ্চরাইজার লাগান।
ত্বকের উপযুক্ত প্যাক লাগান এই সময়। এই সময় কলা ও মধুর তৈরি প্যাক লাগাতে পারেন। কলা চটকে নিন। তাতে মধু দিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। কিংবা অ্যালোভেরার প্যাক লাগাতে পারে। অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল বের করে নিন। তা ব্লেন্ড করে নিন। তাতে মেশান এসেন্সিয়াল অয়েল। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। তেমনই বেসন ও দুধের প্যাক লাগাতে পারেন। বেসনের সঙ্গে দুধ মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন। মিলবে উপকার।