ত্বক নিয়ে হাজারও সমস্যা চলতে থাকে। বিশেষ করে মেকআপ লাগালে বেড়ে যায় সমস্যা। আবার মেকআপ তুলতে গিয়েও দেখা দেয় সমস্যা। কেমিক্যাল জাতীয় পণ্য দিয়ে মেকআপ তোলার পর মুখে অনেক সময় ব্রণ দেখা যায়। এবার থেকে মেকআপ তুলুন ঘরোয়া উপায়, ত্বক ভালো রাখার রইল বিশেষ টিপস।
দুধ
মেকআপ তুলতে দারুণ উপকারী দুধ। এতে আছে ভিটামিন এ, ডি, বি ১২, বি ৬, বায়োটিন, পটাশিয়াম ও ক্যালশিয়াম আছে দুধে। এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে দুধ ব্যবহার করতে পারেন। এটি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এবার মেকআপ তুলতে দুধ ব্যবহার করতে পারেন।
মধু
মেকআপ তুলতে মধু ব্যবহার করতে পারেন। মেকআপ তুলতে ১ চা চামচ মধু নিন। তাতে ১ চামচ জল দিন। ভালো করে মিশিয়ে নিন। তা তুলোয় করে মেকআপ তুলতে ব্যবহার করুন।
নারকেল তেল
ত্বক ভালো রাখতে হোক কিংবা মেকআপ তুলতে নারকেল তেল ব্যবহার করুন। একটি পাত্রে ১ চা চামচ নারকেল তেল নিন। তাতে ২ চা চামচ অলিভ তেল নিন। সম পরিমাণ দুই তেল মিশিয়ে নিন। তা তুলোয় করে মেকআপ তুলতে ব্যবহার করুন।
টমেটোর রস
ব্যবহার করতে পারেন টমেটোর রস। এতে ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন কে ও ফোলেট আছে টমেটোর রসে। আছে লাইকোপেন ও বিটা ক্যারোটিন ও ফাইবার। টমেটো কেটে রস বের করে একটি পাত্রে রাখুন। তা তা তুলোয় করে মেকআপ তুলতে ব্যবহার করুন। মিলবে উপকার।