ত্বকের যত্ন নিতে মেনে চলুন এই পাঁচ টোটকা, জেনে নিন কোন প্যাক ব্যবহার করবেন

Published : Dec 14, 2024, 10:08 PM IST
Skin care

সংক্ষিপ্ত

শীতকালে ত্বকের রুক্ষ্মতা ও চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা-হলুদ, হলুদ-দুধ, বেসন-চন্দন-দুধ, নিমপাতা-হলুদের মতো বিভিন্ন প্যাক ব্যবহারে ত্বকের যত্নে উপকার পাবেন।

শীতের মরশুমে ত্বকের যত্নে কী করবেন, কী করবেন না তা নিয়ে চিন্তায় থাকেন। ত্বকের রুক্ষ্ম ভাব থেকে শুরু করে চুলকানির মতো সমস্যা দেখা যায়। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক লাগাতে পারেন। জেনে নিন কোন প্যাক লাগাবেন।

অ্যালোভেরা ও হলুদের প্যাক

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার হলুদের টুকরো বেটে নিন। এবার অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহ ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

হলুদ ও দুধের প্যাক

প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে দুধ মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহ ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন, চন্দন ও দুধের প্যাক

প্রথমে একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান চন্দন বাটা। এতে মেশান দুধ। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহ ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

নিমপাতা ও হলুদের প্যাক

প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার নিমপাতা বেটে নিন। এবার নিমপাতা ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে প্যাক বানান। এবার তা মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহ ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

এবার থেকে ত্বকের যত্ন নিয়ে মেনে চলুন এই কয় টোটকা। এমন ঘরোয়া প্যাক ব্যবহারে মিলবে উপকার। দূর হবে যাবতীয় সমস্যা।

 

PREV
click me!

Recommended Stories

শীতের রুক্ষ-শুস্ক দিনে ভিতর থেকে ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা, টক দই দিয়ে করুন কেল্লাফতে
চুল ভালো রাখতে হলে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস, জেনে নিন কোন উপায় মিলবে উপকার