ত্বকের যত্ন নিতে মেনে চলুন এই পাঁচ টোটকা, জেনে নিন কোন প্যাক ব্যবহার করবেন

শীতকালে ত্বকের রুক্ষ্মতা ও চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা-হলুদ, হলুদ-দুধ, বেসন-চন্দন-দুধ, নিমপাতা-হলুদের মতো বিভিন্ন প্যাক ব্যবহারে ত্বকের যত্নে উপকার পাবেন।

শীতের মরশুমে ত্বকের যত্নে কী করবেন, কী করবেন না তা নিয়ে চিন্তায় থাকেন। ত্বকের রুক্ষ্ম ভাব থেকে শুরু করে চুলকানির মতো সমস্যা দেখা যায়। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক লাগাতে পারেন। জেনে নিন কোন প্যাক লাগাবেন।

অ্যালোভেরা ও হলুদের প্যাক

Latest Videos

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার হলুদের টুকরো বেটে নিন। এবার অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহ ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

হলুদ ও দুধের প্যাক

প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে দুধ মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহ ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন, চন্দন ও দুধের প্যাক

প্রথমে একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান চন্দন বাটা। এতে মেশান দুধ। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহ ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

নিমপাতা ও হলুদের প্যাক

প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার নিমপাতা বেটে নিন। এবার নিমপাতা ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে প্যাক বানান। এবার তা মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহ ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

এবার থেকে ত্বকের যত্ন নিয়ে মেনে চলুন এই কয় টোটকা। এমন ঘরোয়া প্যাক ব্যবহারে মিলবে উপকার। দূর হবে যাবতীয় সমস্যা।

 

Share this article
click me!

Latest Videos

Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?
বেআইনি ভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত ৪ Bangladeshi, তোলা হল রানাঘাট মহকুমা আদালতে
অশান্ত Bangladesh! মহাসমারোহে ৭১-এর বিজয় দিবস পালন কলকাতার ফোর্ট উইলিয়ামে | Vijay Diwas 2024
বাংলাদেশকে একহাত নিলেন শমীক #shorts #shamikbhattacharya #bangladesh
বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতই হবে : সুকান্ত | Sukanta Majumdar #shorts #shortsvideo #bangladesh