টি ট্রি অয়েল, নুন, অলিভ অয়েল ও পিপারমিন্ট অয়েল দিয়ে বানান স্ক্রাবার। পাত্রে সম পরিমাণ টি ট্রি অয়েল, অলিভ অয়েল ও পিপারমিন্ট অয়েল নিন। তাতে দিন নুন। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি পায়ে লাগান। হালকা হাতে স্ক্রাব করুন। অন্তত ১০ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে নিন।