কলা ও অলিভ অয়েলের প্যাক
চুল সিল্কি করতে ও চুলের নানান সমস্যা দূর করতে লাগাতে পারেন কলা ও অলিভ অয়েলের প্যাক। পাত্রে একটি কলা নিয়ে চটকে নিন। তাতে মেশান অলিভ অয়েলের। মিশ্রণটি চুলের ডগা পর্যন্ত লাগান। স্ক্যাল্পে লাগাবেন না। এতে কলা তুলতে সমস্যা হয়। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।
অ্যালোভেরা ও মধু
চুল সিল্কি করতে বেশ উপকারী এই প্যাক। প্রথমে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করুন। এবার সেই অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান মধু। মিশ্রণটি চুলের ডগা পর্যন্ত লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। একবার ব্যবহারেই তফাত দেখতে পাবেন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারে মিলবে উপকার।