একবার ব্যবহারে চুল হবে সিল্কি, পুজোর আগে সুন্দর চুল পেতে মেনে চলুন এই বিশেষ টিপস

Published : Sep 22, 2025, 05:37 PM IST

পুজোর আগে পার্লারে যাওয়ার সময় না থাকলে বাড়িতেই চুলের যত্ন নিন। দই, ডিম, কলা, মধুর মতো ঘরোয়া উপাদান দিয়ে প্যাক বানিয়ে সহজেই পেতে পারেন সিল্কি ও ঝলমলে চুল। এই প্রতিবেদনে রইল তেমনই কিছু সহজ হেয়ার প্যাকের সন্ধান।

PREV
15

হাতে আর পাঁচটা দিন। তারপরই ঢাকে কাঠি পড়ল বলে। চারিদিকে শোনা যাবে ঢাকের বাদ্যি। এখন চারিদিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেনাকাটা প্রায় সকলেরই শেষ। আবার অনেকের পার্লার ট্রিটমেন্ট হয়ে গিয়েছে। কারণ পুজোর এই কটা দিন সকলের চোখে সুন্দর দেখা মাস্ট। তেমনই আবার অনেকে কিছুতেই সময় বের করতে পারছেন না পার্লার যাওয়ার জন্য। আজ টিপস রইল তাদের জন্য।

25

দই ও ডিমের প্যাক

ঘরে বসেই চুল করুন সিল্কি। ব্যবহার করতে পারেন দই ও ডিমের প্যাক। প্রথমে একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা লাগান চুলে। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুল হবে সিল্কি।

দই ও মধুর প্যাক

চুলের জন্য বেশ উপকারী দই ও মধুর প্যাক। প্রথমে একটি পাত্রে দই নিয়ে তা ফেটিয়ে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা লাগান চুলে। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুল হবে সিল্কি।

35

কলা ও মধুর প্যাক

চুল সিল্কি করতে ও চুলের নানান সমস্যা দূর করতে লাগাতে পারেন কলা ও মধুর প্যাক। পাত্রে একটি কলা নিয়ে চটকে নিন। তাতে মেশান মধু। মিশ্রণটি চুলের ডগা পর্যন্ত লাগান। স্ক্যাল্পে লাগাবেন না। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

অ্যাভোকাডো ও নারকেল দুধ

সিল্কি চুল পেতে পুজোর আগে ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো ও নারকেল দুধ। আগে অ্যাভোকাডো নিন। তার ভিতরের অংশ একটি পাত্রে নিয়ে ভালো করে চটকে নিন। তাতে মেশান নারকেল দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তা লাগান চুলে। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুল হবে সিল্কি।

45

কলা ও দই প্যাক

চুল সিল্কি করতে ও চুলের নানান সমস্যা দূর করতে লাগাতে পারেন কলা ও দই-র প্যাক। পাত্রে একটি কলা নিয়ে চটকে নিন। তাতে মেশান দই। মিশ্রণটি চুলের ডগা পর্যন্ত লাগান। স্ক্যাল্পে লাগাবেন না। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

অ্যালোভেরা ও নারকেল তেল

চুল সিল্কি করতে বেশ উপকারী এই প্যাক। প্রথমে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করুন। এবার সেই অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান নারকেল তেল। মিশ্রণটি চুলের ডগা পর্যন্ত লাগান। স্ক্যাল্পে লাগাবেন না। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

55

কলা ও অলিভ অয়েলের প্যাক

চুল সিল্কি করতে ও চুলের নানান সমস্যা দূর করতে লাগাতে পারেন কলা ও অলিভ অয়েলের প্যাক। পাত্রে একটি কলা নিয়ে চটকে নিন। তাতে মেশান অলিভ অয়েলের। মিশ্রণটি চুলের ডগা পর্যন্ত লাগান। স্ক্যাল্পে লাগাবেন না। এতে কলা তুলতে সমস্যা হয়। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

অ্যালোভেরা ও মধু

চুল সিল্কি করতে বেশ উপকারী এই প্যাক। প্রথমে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করুন। এবার সেই অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান মধু। মিশ্রণটি চুলের ডগা পর্যন্ত লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। একবার ব্যবহারেই তফাত দেখতে পাবেন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

Read more Photos on
click me!

Recommended Stories