পুজোর আগে রুক্ষ ত্বক বশে আনুন কলার গুণে, ব্যবহার করুন এই কয়টি প্যাকের মধ্যে একটি

পুজোর আগে রুক্ষ ত্বক নিয়ে চিন্তিত? কলা ব্যবহার করে ঘরেই তৈরি করুন ত্বকের যত্ন। জেনে নিন কয়েকটি কার্যকরী কলার প্যাক।

হাতে আর কদিন বাকি। তার আগে ত্বক চর্চায় ব্যস্ত সকলে। এই সময় ত্বকে যাবতীয় সমস্যা দূর করার জন্য সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। আজ টিপস রইল রুক্ষ ত্বক নিয়ে। পুজোর আগে রুক্ষ ত্বক আনুন বশে। রুক্ষ ত্বক বশে আনতে ব্যবহার করতে পারেন কলার প্যাক। রইল কলার তৈরি বিশেষ কয়টি প্যাকের হদিশ।

কলা ও মধুর প্য়াক

Latest Videos

প্রথমে কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

কলা ও দুধের প্য়াক

প্রথমে কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। অন্তত ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

কলা, দুধের সর ও ওটসের প্য়াক

প্রথমে কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান দুধের সর। অন্যদিকে ওটস মিহি করে বেটে নিন। তা মিশ্রণে দিন। প্রয়োজনে সামান্য গোলাপ জল বার মধু দিতে পারেন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

কলা ও লেবুর রসের প্যাক

সবার আগে কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই মিশ্রণে দিন সামান্য মধু। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News