পায়ের কালচে ভাব দূর করতে কিংবা পা ফাটার সমস্যা সমাধানে ব্যবহার করুন কলা, পুজোর আগে রইল বিশেষ টিপস

Published : Oct 04, 2024, 10:50 PM IST
How can I whiten my dark feet fast?

সংক্ষিপ্ত

ধুলোবালি ও ভুল জুতোর কারণে দেখা দেয় পা ফাটা বা কালচে হওয়ার সমস্যা। পুজোর আগে কলা, মধু, দই ইত্যাদি ব্যবহার করে ঘরোয়া প্যাক তৈরি করুন। দেখে নিন কীভাবে পায়ের যত্ন নেবেন। 

ধূলোবালি কিংবা ভুল জুতো পরার কারণে অনেকেরই পায়ের সমস্যা লেগে থাকে। পা ফাটার সমস্যায় নাজেহাল অবস্থা হয় অনেকেরই। তেমনই পায়ে কালচে ভাবে অতিষ্ট অনেকেই। আজ রইল বিশেষ টিপস। পুজোর আগে কলা দিয়ে করুন পায়ের চর্চা। মিলবে উপকার।

কলা ও মধু

প্যাক বানান। কলা ও মধু দিয়ে। কলা ভালো করে চটকে নিন। তাতে দিন মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি পায়ের ওপরের অংশ এবং গোড়ালিতে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ভালো করে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

কলার খোসার সঙ্গে বেকিং সোডা

প্যাক বানাতে পারেন কলার খোসার সঙ্গে বেকিং সোডা দিয়ে। কলার খোসা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তাতে মেশান বেকিং পাউডার। প্যাক বানিয়ে পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ঘুয়ে নিন। পায়ের কালচে ভাব দূর করতে কিংবা পা ফাটার সমস্যা সমাধান হবে।

কলার খোসা, দই ও মধু

কলার খোসা, দই ও মধু দিয়ে প্যাক বানান। কলার খোসা মিক্সিতে ব্লেন্ড করে নিন। তাতে মেশান পরিমাণ মতো দই ও মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা পায়ে লাগান। অন্তত ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন। মিলবে উপকার।

এবার থেকে মেনে চলুন এই টিপস। এ বছর পুজোর আগে এভাবে পায়ের যত্ন নিতে পারেন। এতে দ্রুত সমস্যা দূর হবে। পায়ের জন্য বেশ উপকারী কলা। যা দ্রুত পায়ের সমস্যা থেকে মুক্তি দেবে। 

PREV
click me!

Recommended Stories

ত্বকের যাবতীয় দাগ দূর হবে অ্য়ালোভেরার গুণে, দেখে নিন কীভাবে ত্বকে আনবেন জেল্লা, রইল টিপস
শীতের দিনে শুষ্ক আবহাওয়ায় হাত কীভাবে নরম ও মোলায়েম রাখবেন? রইল ৫ টিপস