মুখের সঙ্গে মাথায় লাগান বেসন, পুজোর আগে চুলের যত্ন নিন এই বিশেষ উপায়

পুজোর সময় পার্লারে যাওয়ার সময় না থাকলে বাড়িতেই বানিয়ে ফেলুন বেসনের হেয়ার প্যাক। বেসন, আয়ুর্বেদিক তেল ও দই, বেসন, মধু ও নারকেল তেল এবং বেসন ও জল দিয়ে তৈরি করুন চুলের প্যাক।

Sayanita Chakraborty | Published : Oct 4, 2024 5:00 PM IST

হাতে আর কটা দিন। তার মধ্যেই সেরে ফেলতে হবে নিজের ত্বক ও কেশ চর্চা। এই সময় পার্লারে যাওয়ার সময় নেই অনেকের। তেমনই পার্লারের ভিড়ের কথা মাথায় আসলে অনেকেই যেতে চাইছেন না। তাদের জন্য রইল বিশেষ টিপস। এবার মুখের সঙ্গে মাথায় লাগান বেসন, পুজোর আগে চুলের যত্ন নিন এই বিশেষ উপায়।

বেসন, আয়ুর্বেদিক তেল ও দই

Latest Videos

হেয়ার প্যাক বনান বেসন, আয়ুর্বেদিক তেল ও দই দিয়ে। একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন। তাতে কয়েক ফোঁটা আয়ুর্বেদিক অয়েল দিন। দিন দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ দিন এমন একটি প্যাক ব্যবহার করুন।

বেসন, মধু ও নারকেল তেল

বেসন, মধু ও নারকেল তেল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন। তাতে অল্প পরিমাণ। দিন নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

বেসন ও জল

স্ক্যাল্পে জমে থাকা নোংরা পরিষ্কার করতে চাইলে বেসনের প্যাক লাগাতে পারেন। একটি পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

সপ্তাহে অন্তত ২ দিন এমন একটি প্যাক ব্যবহার করুন। এতে দ্রুত মিলবে উপকার। চুলের জন্য বেশ উপকারী বেসন।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সাতসকালে Arjun Singh-এর বাড়ি লক্ষ্য করে হামলা, কার বিরুদ্ধে অভিযোগ? দেখুন কী বলছেন তিনি
‘আজ প্রত্যেক বাঙালির গর্বের দিন,’ Modi-কে ধন্যবাদ Sukanto Majumdar-এর, কী বললেন দেখুন
Nabadwip গৌরাঙ্গ সেতু পরিদর্শনে নদীয়ার জেলাশাসক ও PWD, দ্রুত সমাধানের প্রতিশ্রুতি! | Nadia News
SSKM থেকে Dharmatala পর্যন্ত উত্তাল মিছিল জুনিয়র চিকিৎসকদের | RG Kar Protest
মমতার গোপন ফর্মুলা ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari | Durga Puja 2024 | Asianet News Bangla