শীতের মরশুমে চকোলেট না খেয়ে মুখে লাগান, ত্বকে আসবে জেল্লা, রইল প্যাকের হদিশ

শীতকালে রুক্ষ ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে চকোলেট ফেসপ্যাক ব্যবহার করুন। দুধ, স্ট্রবেরি, বা মুলতানি মাটির সাথে ডার্ক চকোলেট মিশিয়ে তৈরি করুন ঘরোয়া ফেসপ্যাক।

শীতের সময় রুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার অবস্থা প্রায় সকলের। এই সমস্যা থেকে বাঁচার উপায় খুঁজতে জীবন ওষ্ঠাগত। সমস্যা সমাধানে মেনে চলুন বিশেষ টিপস। হাতিয়ার করুন চকোলেট। এই শীতের মরশুমে চকোলেট না খেয়ে মুখে লাগান, ত্বকে আসবে জেল্লা।

দুধ ও ডার্ক চকোলেট

Latest Videos

পাত্রে পরিমাণ মতো দুধ নিন। তাতে মেশান কোকো পাউডার। তা ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। শীতের জন্য বেশ উপযুক্ত এই প্যাক। তা ত্বকে আনবে জেল্লা। সঙ্গে দূর করে রুক্ষ্ম ভাব।

স্ট্রবেরি ও ডার্ক চকোলেট

বানাতে পারেন স্ট্রবেরি ও ডার্ক চকোলেট প্যাক। স্ট্রবেরি চূর্ণের সঙ্গে মিশিয়ে নিন কোকো বিনস পাউডার। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। শীতের জন্য বেশ উপযুক্ত এই প্যাক। তা ত্বকে আনবে জেল্লা। সঙ্গে দূর করে রুক্ষ্ম ভাব। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।

মুলতানি মাটি ও ডার্ক চকোলেট

প্যাক বানাতে পারেন মুলতানি মাটি ও ডার্ক চকোলেটের সঙ্গে। মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিন কোকো বিনস পাউডার। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। শীতের জন্য বেশ উপযুক্ত এই প্যাক। তা ত্বকে আনবে জেল্লা। সঙ্গে দূর করে রুক্ষ্ম ভাব। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। মিলবে উপকার।

 

Share this article
click me!

Latest Videos

অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata