চুলের যত্নে ব্যবহার করুন রসুন, মিলবে এই পাঁচটি উপকার, দেখে নিন কী কী

জানেন কি চুলের যত্নে কেন রসুন ব্যবহার করা উচিত। আজ রইল রসুনের গুণের কথা। বিশেষজ্ঞদের মতে, চুলের এই সকল সমস্যা দূর করতে ব্যবহার করুন রসুন।

চুলের যত্নে রসুনের ব্যবহার বহু পুরনো। অনেকেই রসুন থেঁতো করে স্ক্যাল্পে লাগান। কিংবা কেউ কেউ নারকেল তেলের সঙ্গে রসুন মিশিয়ে তা স্ক্যাল্পে লাগিয়ে মালিশ করেন। কিন্তু, জানেন কি চুলের যত্নে কেন রসুন ব্যবহার করা উচিত। আজ রইল রসুনের গুণের কথা। বিশেষজ্ঞদের মতে, চুলের এই সকল সমস্যা দূর করতে ব্যবহার করুন রসুন।

রসুনে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। যা জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করে। সঙ্গে মাথারা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এতে একদিকে যেমন সংক্রমণ থেকে মুক্তি পেতে পারেন তেমনই ঘটবে চুলের বৃদ্ধি।

Latest Videos

রসুনে আছে সেলেনিয়াম। এটি মাথার ত্বকে পুষ্টির জোগান ঘটায়। মেনে চলুন বিশেষ টিপস। চুলের রক্ত সঞ্চালন ঠিক করতে মাথায় রসুন লাগান।

তেমনই ম্যালাসেজিয়া বৃদ্ধিতে বাধা দেয় রসুন। তেমনই রসুন খুশকি দূর করতে বেশ উপকারী। রসুনে অ্যালিসিন নামক উপাদান আছে। আছে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য। যা চুলের জন্য বেশ উপকারী। মাথার ত্বকে যে কোনও সংক্রমণ থেকে মুক্তি পেতে খেতে পারেন রসুন। এতে মিলবে উপকার।

রসুনে আছে ভিটামিন সি। অক্সিডেটিভ স্ট্রেস চুলের ক্ষতির কারণ হতে পারে। রসুনে থাকা ভিটামিন সি আপনার চুলের ফ্রি রাডিক্যাল থেকে রক্ষা করে। চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে ও চুল পড়া রোধ করতে ব্যবহার করতে পারেন রসুন। চুলের জন্য বেশ উপকারী রসুন।

তেমনই রসুন চুলের বৃদ্ধি ঘটায়। ও অ্যালোপেসিয়া এরিয়াটা রোগীদের জন্য বেশ উপকারী এটি। রসুন ইউভি ক্ষতি থেকে কেরাটিনোসাইন রক্ষ করা। তাই নিয়মিত ব্যবহার করুন রসুন। এতে মিলবে উপকার।

চুলের ফলিকলগুলো শুদ্ধ করতে ব্যবহার করতে পারেন রসুন। চুল শক্তিশালী করতে ও চুল পড়া রোধ করতে রসুন ব্যবহার করুন। মেনে চলুন বিশেষ টিপস। চুলের যত্ন নিয়ে ব্যবহার করতে পারেন রসুন।

নারকেল তেলের সঙ্গে রসুন মিশিয়ে ব্যবহার করতে পারেন। নারকেল তেলে রসুন দিয়ে গরম করে নিন। তা ঠান্ডা করুন। স্ক্যাল্পে ম্যাসাজে মিলবে উপকার।

রসুন ও মধু দিয়ে প্যাক বানিয়ে নিন। রসুন থেঁতো করে নিন। তাতে মেশান মধু। মিশ্রণটি মাথায় লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। এভাবে চুলের যত্নে ব্যবহার করুন রসুন, মিলবে এই পাঁচ উপকার। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারে মিলবে উপকার। 

 

আরও পড়ুন

স্ল্যাপ থেকে ব্রেকআপ- দেখে নিন অ্যান্টি ভ্যালেন্টাইন্স ইউকে রয়েছে কোন কোন দিন, রইল বিস্তারিত

১৬টি ভাষায় সম্প্রচারিত হবে সদগুরু ইশা ফাউন্ডেশনের শিবরাত্রিরের অনুষ্ঠান, ১২ ঘন্টা চলবে এই উৎস

সহবাসের সময় এড়িয়ে চলুন এই জিনিসগুলি, অজান্তেই ঘটে যেতে পারে বড় বিপদ

 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed