গরমে ঘরোয়া উপায় ত্বক রাখুন পরিষ্কার, রইল কয়টি ক্লিনজারের হদিশ, জেনে নিন কী কী ব্যবহার করবেন

Published : Mar 28, 2023, 05:55 PM IST
Post Holi skin care

সংক্ষিপ্ত

ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে হলে ত্বক পরিষ্কার করা সবার আগে প্রয়োজন। আজ রইল কয়টি ঘরোয়া ক্লিনজারের কথা। দেখে নিন কী কী প্যাক বানাবেন।

গরম পড়া মানে ত্বকের হাজারও সমস্যা। চুলকানি থেকে শুরু করে ব্রণ, কালো প্যাচ থেকে শুরু করে রুক্ষ্ম ভাব। তেমনই অনেকের ত্বকে দেখা দেয় তেলা ভাব। আজ রইল ত্বকের সমস্যা দূর করার টোটকা। গরমের মরশুমে সবার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে হলে ত্বক পরিষ্কার করা সবার আগে প্রয়োজন। আজ রইল কয়টি ঘরোয়া ক্লিনজারের কথা। দেখে নিন কী কী প্যাক বানাবেন।

একটি পাত্রে ৩ টেবিল চামচ দুধ নিন। তাতে মেশান ১ চা চামচ অরেঞ্জ পিল পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিন। তুলোয় করে তা মুখে লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। রোমকূপে জমে থাকা সব নোংরা দূর হবে।

রোমকূপে জমে থাকা নোংরা দূর করতে মধু ও লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো মধু ও লেবুর রস নিন। ভালো করে মিশিয়ে নিন। তা তুলোয় করে মুখে লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।

শসা ও টমেটো দিয়ে প্যাক বানান। শসা কেটে খোসা ছাড়িয়ে নিন। এবার শসার টুকরো ও টমেটো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এই প্যাক মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যাপেল সিডার ভিনিগার ও জল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন। তাতে মেশান পরিমাণ মতো জল। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

এরই সঙ্গে ত্বক রাখুন হাইড্রেট। ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখতে চাইলে শরীরে যাতে জলের অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রোজ ৭ থেকে ৮ গ্লাস জল পান করুন। এতে মিলবে উপকার। শরীর থাকবে সুস্থ। সঙ্গে ত্বক হবে উজ্জ্বল। তেমনই অ্যালকোহল ও ক্যাফিনের মতো অতিরিক ডিহাইড্রেটিং পানীয় পান না করা করাই ভালো। এটি ত্বকের জটিলতা তৈরি করে। বাড়ি থেকে বের হওয়ার আগে নিয়মিত লাগান সানস্ক্রিন। ত্বকের সমস্যা দূর করতে ত্বকে নিয়মিত যত্ন নিতে হবে।

 

আরও পড়ুন

Skin Care: মুখে সাবান ব্যবহার করছেন নিয়মিত? অজান্তে ত্বকের হচ্ছে মারাত্মক ক্ষতি, দেখে নিন

সেদ্ধ করা আলু ম্যাজিক করে ত্বকের ওপর, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

১০ টাকারও কম খরচে রূপচর্চা! এই সস্তা উপাদানেই ঝকঝক করবে ত্বক, মিলিয়ে যাবে দাগছোপ-ডার্ক সার্কেল

PREV
click me!

Recommended Stories

দুটো গাল ভরে যাচ্ছে ব্রণে? এর সম্ভাব্য কারণ হচ্ছে আপনার ফোন! জানুন আসল কারণ
Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও