সংক্ষিপ্ত

ত্বকের সমস্যা দূর করতে কেউ পার্লার ট্রিটমেন্ট করে থাকেন তো কেউ ঘরোয়া ঘরোয়া টোটকা মেনে চলেন। এবার ত্বকের সমস্যা সমাধানে আগে থেকে নিন প্রস্তুতি। গরমের আগে ত্বককে প্রস্তুত করুন। রইল গরমে ত্বক ভালো রাখার টিপস। এতে মিলবে উপকার।

গরম মানে ত্বকের হাজারও সমস্যা। ব্রণ, কালো প্যাচ, চুলকানি থেকে শুরু করে ত্বকের নানান সমস্যা চলতে থাকে। ত্বকের যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন বুঝে উঠতে পারেন না। ত্বকের সমস্যা দূর করতে কেউ পার্লার ট্রিটমেন্ট করে থাকেন তো কেউ ঘরোয়া ঘরোয়া টোটকা মেনে চলেন। এবার ত্বকের সমস্যা সমাধানে আগে থেকে নিন প্রস্তুতি। গরমের আগে ত্বককে প্রস্তুত করুন। রইল গরমে ত্বক ভালো রাখার টিপস। এতে মিলবে উপকার।

ক্লিনজার: গরমে নিয়ম করে ত্বক পরিষ্কার করুন। ঘরোয়া প্যাক গিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন। তেমনই বাজার চলতি পণ্য ব্যবহার করুন। সঠিক পণ্য বেছে নিন ত্বকের জন্য। গরমে ঘামের জন্য ত্বকে সহজে ধুলো জমে যায়। এই ধুলো নিয়মিত পরিষ্কার করুন। সঠিক ভাবে ত্বক পরিষ্কার করলে মিলবে উপকার।

ফেসমাস্ক: গরমে ত্বকের যত্নে ব্যবহার করুন বিশেষ ফেসমাস্ক। গরমের উপযুক্ত নানা ফেসমাস্ক পাওয়া যায়। ত্বকের ধরন বুঝে বেছে নিন একটি। সপ্তাহে ২ থেকে ৩ দিন ফেসমাস্ক ব্যবহার করুন। এতে ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে। গরমে ত্বক ভালো থাকবে।

গরম জল: এই সময় ভুলেও হট বাথ নেবেন না। এতে ত্বকের প্রাকৃতিক তেলের ক্ষয় হতে পারে। ত্বক হয়ে যেতে পারে শুষ্ক। জ্বালা ভাব অনুভূত হতে পারে। গরমে জল ভুলেও ত্বকে দেবেন না। তেমনই খুব ঠান্ডা জল দেবেন না। সঠিক তাপমাত্রার জল ব্যবহারে মিলবে উপকার।

ঠোঁটের রক্ষা: গরমে ত্বকের সঙ্গে ঠোঁটের যত্ন নিন। এই সময় সূর্যে ক্ষতিকারক রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করুন। এই সময় ঠোঁটে এসপিএফ লিপবাম লাগান। মিলবে উপকার। গরমে ঠোঁট রক্ষা না করলে কালো ভাবে এসে যায়। তেমনই অনেকের গরমে ঠোঁট ফাটে। তাই ঠোঁটের সঠিক যত্ন নিন।

চোখ রক্ষা: এ সময় অবশ্যই সানগ্লাস পরুন। সঠিক সানগ্লাস বেছে নিন। চোখ রক্ষা করা এই সময় খুবই প্রয়োজন। মেনে চলুন এই বিশেষ টিপস। এতে মিলবে উপকার।

হাত-পায়ের রক্ষা: গরমে হাত ও পায়ের সঠিক যত্ন নিন। হাত ও পায়ের ট্যান দূর করতে সানস্ক্রিন লাগান। এতে সমস্যা থেকে মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস। এভাবে গরমের জন্য প্রস্তুত করুন ত্বককে, রইল গরমে ত্বক ভালো রাখার টিপস।

 

আরও পড়ুন

রইল গরমে চুলের চার গুরুত্বপূর্ণ সমস্যা ও তার সমাধান, জেনে নিন কী করবেন

এই গরমে তৈলাক্ত ত্বককে বলুন টা টা বাই বাই, কয়েকটি ঘরোয়া ফেস প্যাকে উজ্জ্বল হবে

কোনও কসমেটিক্স নয় এই মাটি দিয়েই দূর হবে ত্বকের যাবতীয় সমস্যা, জেনে নিন কী করবেন