বর্ষার ত্বকের সমস্যা দূর করতে ব্যবহার করুন ঘরোয়া টোনার, জেনে নিন কীভাবে বানাবেন

বর্ষার ত্বকের সমস্যা দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা। ব্যবহার করুন ঘরোয়া টোনার। রইল ত্বকের যত্নের বিশেষ টিপস।

 

Sayanita Chakraborty | Published : Aug 27, 2024 2:58 PM IST

112

বর্ষার মরশুমে ত্বক নিয়ে দেখা দেয় হাজারও সমস্যা। কখনও চুলকানি, কখনও সাদা ছোপ। তেমনই কারও এই সময় ব্রণর সমস্যা বাড়তে থাকে।

212

এই সকল সমস্যা সমাধানে কী করবেন তা অনেকেই ঠাওর করতে পারেন না। এবার ত্বকের যত্নে বর্ষার মরশুমে ব্যবহার করুন ঘরোয়া টোনার। এই কয় উপায় টোনার তৈরি করলে মিলবে উপকার।

312

গোলাপ জল ও শসার টোনার

শসার খোসা কেটে নিন। তা কেটে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা একটি পাত্রে ঢেলে রাখুন। এতে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে তা টোনার হিসেবে ব্যবহার করুন। মিলবে উপকার।

412

শসা ও মিন্টের টোনার

শসার খোসা কেটে নিন। তা কেটে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা একটি পাত্রে ঢেলে রাখুন। অন্যদিকে একটি পাত্রে জল নিন। তাতে পুদিনা পাতা দিয়ে দিন। ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে নিন। শসার রস ও পুদিনা পাতার রস মিশিয়ে তা দিয়ে টোনার তৈরি করুন। মিলবে উপকার।

512

ডাবের জল

টোনার হিসেবে ব্যবহার করতে পারেন নারকেল জল। তুলোয় করে ডাবের জল ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

612

মধু ও লেবুর রস

টোনারের কাজ করে মধু ও লেবুর রস। একটি পাত্রে লেবুর রস নিন। তাতে মধু মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

712

পুদিনা পাতার টোনার

কটি পাত্রে জল নিন। তাতে পুদিনা পাতা দিয়ে দিন। ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে নিন। তা টোনার হিসেবে ব্যবহার করুন।

812

শসার টোনার

শসার খোসা কেটে নিন। তা কেটে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা একটি পাত্রে ঢেলে রাখুন। তা টোনার হিসেবে ব্যবহার করুন।

912

অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে টোনার বানাতে পারেন। জলের সঙ্গে কয়েক ড্রপ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে তা ত্বকে লাগান। মিলবে উপকার।

1012

এবার থেকে ত্বকে যত্নে ব্যবহার করুন এই সকল টোটকা। ঘরোয়া উপায় ত্বকের যত্ন নিলে মিলবে উপকার। মেনে চলুন এই সকল টিপস।

1112

অ্যালোভার জেল ও গ্রিন টির টোনার

অ্য়ালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে ঢেলে নিন। এবার অন্যদিকে একটি পাত্রে জল নিন। তাতে গ্রিন টি-র পাতা দিয়ে দিন। ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করে নিন। এবার অ্যালোভেরা জেলের সঙ্গে এই গ্রিন টি মিশিয়ে নিন। তা টোনার হিসেবে ব্যবহার করুন।

1212

নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বকে আসবে জেল্লা। বজায় থাকবে ত্বকের পিএইচ মাত্রা। নিয়মিত এই টোনার ব্যবহারে মিলবে উপকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos