Ice For Skin Care Tips: ত্বকের যত্নে নানারকম প্রসাধনী ব্যবহার করে ফেলেছেন! কিন্তু কিছুতেই ত্বকের জেল্লা ফিরছে না। তাহলে এবার বাইরের করসমেটিক্স ছাড়ুন। ঘরে থাকা এই জিনিসেই নিমেছে ফিরিয়ে আনুন ত্বকের হারানো সৌন্দর্য। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….
‘বরফ’ মাত্র তিন অক্ষরের ছোট্ট শব্দ হলেও ত্বকের যত্নে এর ভূমিকা অনবদ্য। প্রতিদিন যদি একটুকরো বরফ মুখে লাগাতে পারেন তাহলে নিমেষেই তফাৎ বুঝবেন। কীভাবে ত্বকের যত্নে বরফ ব্যবহার করবেন জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
25
ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বরফ
স্নানের আগে বা পরে মুখে বরফ দিয়ে হালকাভাবে মালিশ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, যা ত্বককে আরও উজ্জ্বল করে তোলে। এছাড়াও ত্বকের ছিদ্র দূর করতে বরফ ভীষণ কার্যকরী।
35
বয়সের ছাপ কমায় বরফ
প্রতিদিন নিয়ম করে ত্বকে বরফ লাগালে কমে বয়সের ছাপ। এছাড়াও গরমে পোড়া ত্বকের যত্নে বরফ দিতে পারেন। এতে আরাম মিলবে। তবে নিয়ম করে সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন বরফ। বেশি ব্যবহার করলে ত্বক ফেটে যেতে পারে।
ব্রণের সমস্যা সমাধানে বরফ দারুণ কার্যকরী। বরফ মুখের প্রদাহ কমিয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। যারফলে ব্রণের সতোন সমস্যা থেকে মুক্তি মেলে। এবং ত্বকের ছিদ্র ছোটো করতে সাহায্য করে। ত্বক টানটান হয় বরফের ব্যবহারে।
55
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বরফ
বরফ শুধু ঠান্ডা পানীয় হিসেবে খাওয়ার জন্যই ব্যবহৃত হয় না। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও দারুন উপকারি। কারণ, বরফ যেমন ত্বককে ঠান্ডা রাখে তেমনই ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে জেল্লা ফুটিয়ে তোলে। তাহলে আর দেরী কেন? পুজোর আগে ত্বকের যত্নে ব্যবহার করুন বরফ।