ত্বকের যত্ন নিয়ে ভরসা রাখুন আলুর ওপর, রইল কয়টি ফেসপ্যাকের হদিশ, জেনে নিন কী কী

শীতকালে ত্বকের যত্ন নিতে আলুর নানাবিধ প্যাক ব্যবহারের টিপস। আলু, দুধ, ওটস, লেবুর রস, টমেটো, টক দই, দুধের সরের মতো উপাদান দিয়ে ঘরোয়া প্যাক বানানোর পদ্ধতি।

শীতের সময় কীভাবে ত্বকের যত্ন নেবেন তা অধিকাংশই ঠিক করে উঠতে পারেন না। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট। তেমনই এবার ঘরোয়া টোটকা মেনে চলুন। আলুর প্যাক ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন।

আলু ও দুধ

Latest Videos

আলু প্রথমে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান দুধ। ঘন প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আলু ও ওটস

আলু প্রথমে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। আবার ওটস মিহি করে বেটে নিন। এবার দুই উপকরণ মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আলু ও লেবুর রস

আলু ও লেবুর রস দিয়ে প্যাক বানান। আলু প্রথমে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। তাতে মেশান লেবুর রস। তা মুখে লাগান তুলোয় করে। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

আলু, টমেটো ও টক দই

আলু, টমেটো ও টক দই দিয়ে প্যাক বানান। আলু প্রথমে খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে নিন। এবার টমেটো কেটে নিন। মিক্সিতে এক সঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে রস আলাদা করুন। তাতে মেশান টক দই। ঘন প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আলু, টমেটো ও দুধের সর

আলু খোসা ছাড়িয়ে নিন। আলু ও টমেটো মিক্সিতে এক সঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে রস আলাদা করুন। তাতে মেশান দুধের সর। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

 

Share this article
click me!

Latest Videos

Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP