ত্বকের যত্ন নিয়ে ভরসা রাখুন আলুর ওপর, রইল কয়টি ফেসপ্যাকের হদিশ, জেনে নিন কী কী

শীতকালে ত্বকের যত্ন নিতে আলুর নানাবিধ প্যাক ব্যবহারের টিপস। আলু, দুধ, ওটস, লেবুর রস, টমেটো, টক দই, দুধের সরের মতো উপাদান দিয়ে ঘরোয়া প্যাক বানানোর পদ্ধতি।

শীতের সময় কীভাবে ত্বকের যত্ন নেবেন তা অধিকাংশই ঠিক করে উঠতে পারেন না। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট। তেমনই এবার ঘরোয়া টোটকা মেনে চলুন। আলুর প্যাক ব্যবহার করতে পারেন। জেনে নিন কীভাবে বানাবেন।

আলু ও দুধ

Latest Videos

আলু প্রথমে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান দুধ। ঘন প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আলু ও ওটস

আলু প্রথমে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। আবার ওটস মিহি করে বেটে নিন। এবার দুই উপকরণ মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আলু ও লেবুর রস

আলু ও লেবুর রস দিয়ে প্যাক বানান। আলু প্রথমে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। তাতে মেশান লেবুর রস। তা মুখে লাগান তুলোয় করে। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

আলু, টমেটো ও টক দই

আলু, টমেটো ও টক দই দিয়ে প্যাক বানান। আলু প্রথমে খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে নিন। এবার টমেটো কেটে নিন। মিক্সিতে এক সঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে রস আলাদা করুন। তাতে মেশান টক দই। ঘন প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আলু, টমেটো ও দুধের সর

আলু খোসা ছাড়িয়ে নিন। আলু ও টমেটো মিক্সিতে এক সঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে রস আলাদা করুন। তাতে মেশান দুধের সর। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতই হবে : সুকান্ত | Sukanta Majumdar #shorts #shortsvideo #bangladesh
Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?
Bangladesh থেকে ভারতে এসে বিস্ফোরক চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ | Chinmoy Krishna Das
বাংলাদেশকে একহাত নিলেন শমীক #shorts #shamikbhattacharya #bangladesh
Khadan সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে Dev, Jisshu সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো