শীতকালেও চুল থাকবে একেবারে ফুরফুরে, ঘরে বসেই মেনে চলুন এই টিপসগুলি

Published : Dec 22, 2025, 03:57 PM IST

Winter Hair care Tips: চলে এসেছে শীতকাল। গত কয়েকদিন ধরে বেশ জাঁকিয়ে ঠান্ডাও পড়ছে। এই অবস্থায় শীতের দিনে ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়াও ভীষণ জরুরি। কীভাবে যত্ন নেবেন? রইল ঘরোয়া কিছু টিপস। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
শীতকালে চুলের যত্ন

শীতকাল মানেই রুক্ষ-শুস্ক ত্বক। তবে শীতে কেবল আমাদের ত্বকই শুস্ক হয়ে পড়ে না। এই সময় চুলেরও সঠিক পরিচর্যা দরকার। নাহলে চুলও হয়ে পড়বে নিস্তেজ। হারিয়ে ফেলবে প্রাকৃতিক জেল্লা। যদিও শীতকালে সবসময় পার্লার বা স্যালোতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে কিছু নিয়ম মেনে চললেই বাড়ি বসেই শীতকালে চুলের যত্ন নেওয়া যায়। আর ঘরে বসেই মেটে সমস্যার সমাধান। 

25
প্রচুর তেল মালিশ

শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে অনেকেই চুলে তেল মাখতে চান না। বা পছন্দ করেন না। তবে শীতকালে চুল ভালো রাখতে নিয়মিত নারকেল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করলে একদিকে যেমন মাথার ত্বকের রক্তসঞ্চালন বৃদ্ধি পাই তেমনই অন্যদিকে চুলও থাকে গোড়া থেকে মজবুত এবং সতেজ। 

35
ভিটামিন ই-ক্যাপসুল মিশিয়ে তেল মালিশ করুন

যদিও বিশেষজ্ঞদের মতে, চুলে শুধুমাত্র তেল মালিশ না করে বরং তার সঙ্গে কিছু ঘরোয়া উপাদান যোগ করে মাথায় ম্যাসাজ করলে আরও ভালো ফল পাওয়া যায়। আর এই ক্ষেত্রে সবথেকে কার্যকরী উপাদান হলো ই-ক্যাপসুল। এটি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে মাথায় ম্যাসাজ করলে মাথার ত্বক ভালো থাকে। এবং চুলকে পুষ্টিও যোগায়। 

45
হেয়ার মাস্ক

এছাডা়ও শীতকালে চুলের যত্নে আরও একটি ভালো উপকরণ হলো প্রাকৃতিক হেয়ার মাস্ক। এই সময়ে চুল ভালো রাখতে চাইলে ২ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। এটি চুলকে আর্দ্র ও নরম রাখে। এবং ব্যবহার করতে পারেন ডিমের মাস্ক। এরজন্য লাগবে- ডিমের কুসুম, ক্যাস্টর অয়েল, নারকেল তেল ও ভিটামিন সি ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমে।

55
শ্যাম্পু ও কন্ডিশনিং

শীতকালে চুলের যত্নে ঘনঘন শ্যাম্পু ও কন্ডিশনারের ব্যবহার এড়িয়ে চলুন। বরং প্রাকৃতিক তেল, রিঠা ফলে ভরসা রাখতে পারেন। এটা যেমন চুলকে ভিতর থেকে একদম পুষ্টি জোগাবে তেমনই মাথার ত্বকের প্রাকৃতিক তেল ধরে রাখতেও সহায়ক হবে। এছাডা়ও শীতকালে কখনই অতিরিক্ত গরম জল দিয়ে চুল ধোবেন না। এতে চুলের প্রাকৃতিক জেল্লা হারিয়ে যায়। বরং চুল উষ্ণ গরম জল দিয়ে একবার ধোয়ার পর আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকেব। চুল পড়া কম হবে। 

Read more Photos on
click me!

Recommended Stories