এই রূপচর্চার জগতে অজস্র কসমেটিকস্ প্রোডাক্ট থাকলেও অনেকেই ভরসা করছেন প্রাকৃতিক উপাদানের উপর। তার মধ্যেই সবচেয়ে সহজলভ্য উপাদান হল দই। চিকিৎসক ও স্কিন এক্সপার্টদের মতে, দই শুধু শরীরের ভেতরের স্বাস্থ্যের জন্য নয়, ত্বকের যত্নেও অত্যন্ত কার্যকরি একটি উপাদান। নিয়ম করে টক দই খাওয়ার পাশাপাশি তা ত্বকে ব্যবহার করলে মেলে দারুণ উপকার।