ত্বক হাইড্রেট করতে নিয়মিত ব্যবহার করুন এই কয়টি ফেসপ্যাক, দূর হবে রুক্ষ্ম ত্বকের সমস্যা

রুক্ষ্ম সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। ত্বক হাইড্রেট করতে নিয়মিত ব্যবহার করুন এই কয়টি ফেসপ্যাক, দূর হবে রুক্ষ্ম ত্বকের সমস্যা।

Sayanita Chakraborty | Published : Nov 24, 2023 11:23 AM IST

সকালের হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসল বলে। তেমনই ত্বকের রুক্ষ ভাবও জানান দিচ্ছে একই কথা। শীতের মরশুম সকলে যেমন উপভোগ করেন তেমনই এই সময় ত্বকের ও চুলের সমস্যায় জেরবার অবস্থা হয় সকলের। রুক্ষ্ম ত্বকের সমস্যা বাড়তে থাকে শীত বাড়ার সঙ্গে সমস্যা। শীতের এমন সমস্যা থেকে মুক্তি পেতে নিত্য নতুন ক্রিম ব্যবহার করেন সকলে। তবে, অনেক সময় এই সকল ক্রিমের কারণে ত্বক অধিক তেলা হয়ে যায়। এবার সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। ত্বক হাইড্রেট করতে নিয়মিত ব্যবহার করুন এই কয়টি ফেসপ্যাক, দূর হবে রুক্ষ্ম ত্বকের সমস্যা।

দুধের প্যাক ব্যবহার করতে পারেন। এই সময় ত্বকের রোমকূপেও নোংরা জমে থাকে। একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান দুধের সর। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান এই প্যাক। তা শুকিয়ে গেলে ধুয়ে নিন।

Latest Videos

কলার প্যাক লাগাতে পারেন। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে মুখে লাগান। মুখে লাগান এই প্যাক। তা শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আমন্ডের প্যাক বানাতে পারেন এই শীতের মরশুমে। আমন্ড ভালো করে বেটে নিন। তাতে মেশান দুধ। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

এই সময় অ্যালোভেরা ও হলুদ দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ বাটা মিশিয়ে নিন। এবার তা ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে। ত্বকের রুক্ষ্ম ভাব দূর করতে ও জেল্লা আনতে মেনে চলুন এই সকল টোটকা। 

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

আরও পড়ুন

শীতের শুরুতে খাদ্যতালিকায় যোগ করুন এই তিনটি খাবার, শরীর থাকবে সুস্থ সঙ্গে বাড়বে এনার্জি

Pregnancy tips: ৪০ এর মা হতে চান? তাহলে অবশ্যই মাথায় রাখুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সাধারণ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে' কেন এমন বললেন শুভেন্দু? Suvendu Adhikari | RG Kar
'মমতা আর ওই চ্যাংড়াটা বলেছিল...' সত্যিটা সামনে আসতেই ধুয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | RG Kar
'এর আগে সাত জন পড়ুয়ার সঙ্গে ঠিক কী ঘটেছিল?' R G Kar নিয়ে ভয়ানক তথ্য দিলেন Dr. Archana Majumdar
প্রথমবার মুখ খুললেন সন্দীপ ঘোষের বউ, দেখুন কী বললেন সঙ্গীতা ঘোষ | Sandip Ghosh's Wife | R G Kar
'কেন বিজেপি চাইছে মমতার পদত্যাগ?' কারন বিশ্লেষণ করলেন শমীক ভট্টাচার্য | Samik on Mamata | R G Kar