একাধিক নামী স্মার্টফোন কোম্পানিগুলোই এখন ফোল্ডেবল ডিসপ্লে তৈরিতে ঝুঁকেছে। ইতিমধ্যেই দুটি ফোল্ডেবল স্মার্টফোন 'হুয়াই মেট এক্স' এবং 'স্যামসাঙ গ্যালাক্সি ফোল্ড' লঞ্চ হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়ে গেল ফোল্ডেবল স্মার্টফোন 'মোটো রেজার ২০১৯ '। সম্প্রতি কয়েকদিন আগেই লস অ্যাঞ্জেলসে ফোনটি লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচাইতে মজার বিষয় হল ফোনটির অর্ধেকাংশ ভাঁজ করা যাবে। ফোনটির সামনে একটি সেকেন্ডারি স্ক্রিন রয়েছে যাকে কুইক ভিউ এক্সাটার্নাল ডিসপ্লে রয়েছে। যার সাহায্যে দ্রুত নোটিফিকেশন, মিউজিক, গুগল সহ অন্যান্য সহায়তা পাওয়া যাবে এই ফোনে।
আরও পড়ুন-ফেসবুক পে এর মাধ্যমেই লেনদেন করতে পারবেন আপনার প্রয়োজনীয় টাকা, জানুন কীভাবে...
বর্তমানে মোটোরোলা লেনোভোর মালিকানাধীন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের জানুয়ারী মাসে আমেরিকায় এই ফোন বিক্রি শুরু হবে। ২৬ ডিসেম্বর থেকেই প্রি-অর্ডার শুরু হবে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছেন এই ফোন। আমেরিকায় ফোনটির দাম ১৫০০ ডলার যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৮ হাজার টাকার সমান।
আরও পড়ুন-গুগল ক্যালেন্ডারে বিপত্তি, সমস্যায় অসংখ্য মানুষ, দেখুন টেক টুডে...
'মোটো রেজার ২০১৯ '-এর ফিচার
'মোটো রেজার ২০১৯ ' ফোনটি দেখতে অনেকটা 'মোটো রেজার'-এর মতোন।
ফোনটির ডিসপ্লে থাকছে ৬.২ ইঞ্চি।
ভাঁজ করা অবস্থায় কুইক ভিউ ডিসপ্লের মাধ্যমে সেলফি, নোটিফিকেশন, মিউজিক, ছাড়াও আরও অনেক কিছু অ্যাকসেস করা যাবে।
ফোনটিতে জল থেকে সুরক্ষারও ব্যবস্থা রয়েছে।
ছবির ক্যামেরাতেও রয়েছে দুর্দান্ত ফিচার। অল্প আলোতে বাল ছবি তোলার জন্য বান্ডেল্ড নাইট ভিশন মোড রয়েছে। এছাড়াও একটি সিঙ্গেল ১৬ মেগাপিক্সেল এফ ১.৭ প্রাইমারি শ্যুটার রয়েছে। যা ভাঁজ করা অবস্থায় সেলফি ক্যামেরায় কাজ করবে। আরও রয়েছে ৫টি মেগাপিক্সেল ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ৯ পাই সফটওয়্যার রয়েছে এই 'মোটো রেজার ২০১৯ ' স্মার্টফোনটিতে।
৬ জিবি ব়্যাম এবং ২৫১০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যাতে ৫ ডব্লিউ দ্রুত চার্জের ক্ষমতা রয়েছে।
'মোটো রেজার ২০১৯ ' ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনের কোনও সিমকার্ডের জায়গা নেই, তবে এটি ই-সিম সাপোর্ট করবে। ফোনটির ওজন ২০৫ গ্রাম।