Health News: নয়া প্রজন্ম মাংস কিনছে অনলাইনে, শপিং মলের ফ্রিজ থেকে। চিকিৎসকরা জানিয়েছেন, এগুলো সবই অনেকদিন আগের কাটা। পচন ঠেকাতে রেখে দেওয়া হয় প্রিজারভেটিভ দিয়ে। সেখানেই ঘনাচ্ছে বিপদ। লিভার সুস্থ রাখতে পাড়ার মুরগি-পাঁঠার মাংসের দোকান অনেক নিরাপদ।
Frozen Meat: প্যাকেটের মাংস ও প্রক্রিয়াজাত খাবারে থাকা অতিরিক্ত সোডিয়াম, ফ্যাট ও প্রোটিন লিভারের ওপর চাপ সৃষ্টি করে, যা ফ্যাটি লিভার ও অন্যান্য রোগ ডেকে আনতে পারে। পাড়ার দোকানের অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত লবণযুক্ত প্যাকেটজাত খাবার লিভারের কার্যকারিতা ব্যাহত করে, তাই বিশেষজ্ঞের পরামর্শ হলো প্রাকৃতিক ও তাজা খাবার খাওয়া এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা।
প্যাকেটের মাংস ও প্রক্রিয়াজাত খাবার যেভাবে লিভারের ক্ষতি করে-
অতিরিক্ত সোডিয়াম: প্যাকেটজাত খাবারে প্রচুর লবণ থাকে, যা শরীরে জল ধরে রাখে (Fluid retention) এবং লিভারে চাপ বাড়ায়।
অতিরিক্ত ফ্যাট ও প্রোটিন: প্যাকেটজাত মাংস ও প্রক্রিয়াজাত খাবারে উচ্চ মাত্রার ফ্যাট ও প্রোটিন লিভারের পক্ষে হজম করা কঠিন, ফলে লিভারের কোষে চর্বি জমে এবং প্রদাহ হতে পারে (Fatty liver)।
প্রক্রিয়াজাত উপাদান: এতে থাকা প্রিজারভেটিভস ও অন্যান্য রাসায়নিক উপাদান লিভারকে বিষাক্ত করতে পারে।
বিশেষজ্ঞের পরামর্শ-
তাজা খাবার: যতটা সম্ভব তাজা ফল, সবজি, মাছ ও মুরগির মাংস খান, যা সহজে হজম হয় এবং পুষ্টি জোগায়।