একেবারে শেষ মুহূর্তে চটজলদি দেখে নিন হোলিতে দেশী সিদ্ধি ঠান্ডাই তৈরির রেসিপি

Published : Mar 07, 2023, 02:13 PM ISTUpdated : Mar 07, 2023, 02:20 PM IST
Thandai

সংক্ষিপ্ত

দোল বা বসন্ত উৎসব মানেই রঙের মেলা। এই দিনে প্রিয় মানুষগুলোর সঙ্গে রঙের নেশায় মেতে ওঠেন সকলে। এই দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে থাকুক আরও একটু দুষ্টুমি। রঙ খেলার আনন্দ জমে উঠুক সিদ্ধি ঠান্ডাই এর সঙ্গে

দোল বা বসন্ত উৎসব মানেই রঙের মেলা। এই দিনে প্রিয় মানুষগুলোর সঙ্গে রঙের নেশায় মেতে ওঠেন সকলে। আর বিশেষ এই দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে দোল খেলার পাশাপাশি থাকুক আরও একটু দুষ্টুমি। রঙ খেলার আনন্দ জমে উঠুক সিদ্ধি ঠান্ডাই এর সঙ্গে। দোলের দিন সিদ্ধি ছাড়া একেবারেই বেমানান। তবে জেনে নেওয়া যাক সুস্বাদু সিদ্ধি ঠান্ডাই বানানোর রেসিপি-

 

বানাতে লাগবে-

দুধ দেড় লিটার

কাজুবাদাম ৫০ গ্রাম

আমন্ড বাদাম ৫০ গ্রাম

পেস্তা বাদাম ২০ গ্রাম

চার মগজ ১ টেবল চামচ

পোস্ত দানা ২ টেবল চামচ

গোটা গোলমরিচ ২ চা চামচ

মৌরি গুঁড়ো ২ বড় চামচ

সবুজ এলাচ ৬ থেকে ৭ টা

দারচিনি ১ টা বড় স্টিক

চিনি স্বাদমতো

কিছুটা শুকনো গোলাপ পাপড়ি

 

যে ভাবে বানাবেন-

চিনি ছাড়া সমস্ত শুকনো উপকরণগুলি একসঙ্গে সামান্য জলে ভিজিয়ে রাখুন। এরপর আমন্ডের চোকলা ছাড়িয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। দুধ চিনি দিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। ঠান্ডা করতে দিন। এরপর এর মধ্যে বেটে রাখা পেস্ট দিয়ে মিশিয়ে আরও একঘন্টা রেখে দিন। পরিবেশন এর সময় ছাঁকনিতে ছেঁকে নিয়ে গ্লাসে প্রয়োজনে বরফ দিয়ে পরিবেশন করুন। আর আনন্দ করুন হ্যাপি হোলি-

PREV
click me!

Recommended Stories

শীতকালে ফুলকপি ভাপিয়ে খান, এতে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাদ ও পুষ্ঠিও রক্ষা হবে
অতিরিক্ত খেলে অমৃতও বিষ, এই খাবারগুলি বেশি খেলে বিপদ