
Cabbage Bharta Recipe: শীতকালে বাজারে বাঁধাকপির সমাহার আর এই সময় বাজারে গিয়ে বাঁধাকপি কেনেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। কিন্তু বাঁধাকপির তরকারি একঘেয়ে খেতে খেতে যদি মুখে অরুচি ধরে যায় তাহলে সে ক্ষেত্রে আজকে বানিয়ে দেখুন বাঁধাকপির ভর্তা। খেতে খুবই সুস্বাদু হয় এবং ভাত বা রুটির সঙ্গে এটি খুবই দারুণভাবে যাবে। তাই এবার শীতে একঘেয়ে বাঁধাকপির তরকারি থেকে মুক্তি পেতে বাঁধাকপির ভর্তা বানান! এর জন্য সেদ্ধ বাঁধাকপি, সেদ্ধ আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, নুন ও সর্ষের তেল দিয়ে মেখে নিন, উপরে ধনে পাতা ও ভাজা সরষের তেল ছড়িয়ে দিলেই ভাত বা রুটির সঙ্গে জমে যাবে সুস্বাদু ও ঝাল ঝাল বাঁধাকপি ভর্তা।
উপকরণ:
১. বাঁধাকপি ও আলু সেদ্ধ: বাঁধাকপি ও আলু সেদ্ধ করে জল ঝরিয়ে নিন (বেশি সেদ্ধ করবেন না)।
২. ভর্তা তৈরি: একটি পাত্রে সেদ্ধ বাঁধাকপি, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও রসুন কুচি নিন। তাতে নুন ও ২ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিন।
৩. মাখা: সবকিছু ভালো করে মেখে নিন, যাতে সব উপকরণ একসঙ্গে মিশে যায়।
৪. পরিবেশন: উপর থেকে ধনে পাতা কুচি ও আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।