পদ্ধতি: পনিরের কিউব নিন। বেসন ও মশলার ঘোল তৈরি করুন। পনির ঘোলে ডুবিয়ে সোনালী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।
56
মেথির পাকোড়া
উপকরণ: মেথি পাতা, বেসন, জিরা, আদা, কাঁচা মরিচ
পদ্ধতি: মেথি পাতা কুচি করে বেসন ও মশলায় মেশান। যদি মেথি পাতা না থাকে, তাহলে আপনি কसूरी মেথিও ব্যবহার করতে পারেন। এতে পানি মিশিয়ে ঘন ঘোল তৈরি করুন। চামচ দিয়ে ঘোল তেলে ছেড়ে ভেজে নিন।