বিকেল কিংবা সন্ধ্যের স্ন্যাক্সে এই আইটেমটির জুড়ি মেলা ভার।
210
সে কলেজ স্টুডেন্ট হোক কিংবা অফিস ফেরত যুবক-যুবতী
খিদে পেটে তাদের কাছে অন্যতম সেরা একটি অপশনের নাম হল মোমো।
310
কলকাতার নানা প্রান্তে একাধিক মোমোর দোকান চোখে পড়ে
কারও কারও কাছে আবার ফ্রায়েড মোমোও ভীষণ প্রিয়।
Related Articles
410
সঙ্গে স্যুপ এবং সস
আড্ডার সঙ্গে দুর্দান্ত এক কম্বিনেশন।
510
কিন্তু কখনও ভেবে দেখেছেন, একজন মোমো বিক্রেতার মাসিক আয় কত হতে পারে?
শুধু তাই নয়, এই ব্যবসায় সাফল্যর কোন কোন দিক রয়েছে?
610
দিনে একজন মোমো বিক্রেতার আয় শুনলে চমকে উঠবেন আপনিও
চলুন একবার দেখে নেওয়া যাক।
710
সম্প্রতি একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়েছে
যেখানে তিনি একটি মোমোর দোকানে যান এবং তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই মোমোর দোকানে কত বিক্রি হল, তার একটি হিসেব তুলে ধরেন। যা দেখে কার্যত, চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড়।
810
সেই দোকানে স্টিম মোমো এক প্লেটের দাম ছিল ৬০ টাকা
অন্যদিকে, ফ্রায়েড মোমো এক প্লেটের দাম ৮০ টাকা।
910
এরপরই জানা যায় এক চমকপ্রদ তথ্য
সেই দোকানি বলছেন, সারাদিনে তাঁর ১২১ প্লেট মতো স্টিম মোমো এবং ৭০-৮০ প্লেট মতো ফ্রায়েড মোমো বিক্রি হয়েছে। ফলে, তাঁর মোট একদিনের আয় প্রায় ১৩,৫০০ টাকা। তবে দোকান চালাতে গেলে নির্দিষ্ট পরিমাণ কাঁচা মালের প্রয়োজন। ফলে, সেখানে খরচ হয় প্রায় ৬-৭ হাজার টাকা। তারপরেও হাতে থাকছে প্রায় ৬৫০০ টাকা।
1010
অর্থাৎ, মাসে আনুমানিক আয় হচ্ছে ৪-৫ লাখ টাকা
বাকি খরচ বাদ দিলে, লাভের অঙ্ক প্রায় ২ লক্ষ টাকা। তাহলেই বলুন, রমরমিয়ে মোমো বিক্রি করেই তো লাখপতি। তাই নয় কি?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।