Mango: নিয়মিত আম খেলে দূর হবে ত্বকের এই চার সমস্যা, জেনে নিন আম ত্বকের জন্য কতটা উপকারী

Mango: নিয়মিত আম খেলে দূর হবে ত্বকের এই চার সমস্যা, জেনে নিন আম ত্বকের জন্য কতটা উপকারী

Published : Apr 21, 2023, 05:21 PM IST

আম খেতে দূর হবে ত্বকের সমস্যা। জেনে নিন গরমে ত্বকের কোন কোন সমস্যা দূর করতে আম খাওয়া প্রয়োজন।

গরমে ত্বকে নানান সংক্রমণ দেখা দেয়। গরমের সংক্রমণ থেকে মুক্তি পেতে আম খান। আমে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এটি ত্বকের অভ্যন্তরীণ স্তরগুলো থোকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। সে কারণে অনেকে আম খাওয়ার বদলে তা মাখতে পারেন।

বয়সের আগে অনেকের ত্বকে দেখা দেয় বার্ধক্যের ছাপ। আম থেকে বার্ধক্যে লক্ষণ কমাতে খেতে পারেন আম। এতে থাকা একাধিক পুষ্টিগুণ ত্বকে বার্ধক্যের ছাপ ফেলতে দেয় না। তাই খেলে পারেন আম।

আমে আছে আছে ক্যারোটিনয়েড, ফ্ল্যাভোনয়েড, ভিটামিন সি ও ম্যাঙ্গিফেরিন কোলাজেন। যা ত্বকের জন্য উপকারী। তাই এই গরমে ত্বক ভালো রাখতে চাইলে নিয়ম করে আম খাওয়া প্রয়োজন। এতে মিলবে উপকার।

গরমে সূর্যরশ্মির কারণে ত্বকে নানান ক্ষতি হয়। সূর্যের ইউভি রে থেকে হওয়ার ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে চাইলে রোজ আম খান। এতে আছে বেটা ক্যারোটিন উপাদান। যা আম থেকে হওয়া ত্বকের ক্ষতি রক্ষা করে। 
 

20:10নো টু জাঙ্ক ফুড! পাতে থাকুক Healthy অথচ Tasty খাবার, কী খাবেন? দেখুন
21:31Acidity Problem : পুজোর দেদার খাওয়া দাওয়ার পর কী করে আটকাবেন অ্যাসিডিটি! রইল টিপস
18:00পুজোর ক'দিন বাইরে দেদার খেয়েও থাকুন চাঙ্গা, পুজো দেখতে গেলে কী কী খাবেন না? টিপস জেনে নিন
16:43শরীর থেকে একটানে বের হবে সব ময়লা! ডিটক্সিফিকেশন করবে কামাল! রইল দুর্দান্ত টিপস
17:22Hair Fall : চুল ঝরবে কম, গজাবে নতুন চুল, কয়েকটা টিপসে পুজোর আগেই ম্যাজিক! দেখুন
28:15Breakfast : ব্রেকফাস্টেই লুকিয়ে চাঙ্গা থাকার চাবিকাঠি! সুস্থ থাকার এই সহজ টিপসটা জানতেন?
03:34Durga Puja Special Food: পুজোর ভুড়িভোজ জমে উঠুক গঙ্গায় ভাসমান রেস্তোরাঁ পোলো ফ্লোটেলে
01:19Mango: নিয়মিত আম খেলে দূর হবে ত্বকের এই চার সমস্যা, জেনে নিন আম ত্বকের জন্য কতটা উপকারী
01:46কলা শক্তির পাওয়ার হাউস, প্রতিদিন কলা খান আর দূর করুন এই ৫ শারীরিক সমস্যা