Hair Fall : চুল ঝরবে কম, গজাবে নতুন চুল, কয়েকটা টিপসে পুজোর আগেই ম্যাজিক! দেখুন

Hair Fall Solution : চুলের সমস্যা নিয়ে আমরা কমবেশি প্রত্যেকেই ঝামেলায় থাকি, কেউ চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছি, কেউ খুশকির সমস্যা নিয়ে, সঠিক ডায়েট কি দেখাতে পারে সমাধানের পথ! জেনে নিন আজকের অনুষ্ঠান থেকে।

Share this Video

Hair Fall Solution : চুলের সমস্যা আজকাল প্রায় সবারই চিন্তার কারণ। কেউ ভুগছেন অতিরিক্ত চুল পড়ায়, কেউ আবার খুশকির সমস্যায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাসই এই সমস্যার বড় সমাধান হতে পারে। পুষ্টিকর ও সুষম ডায়েট চুলকে ভেতর থেকে মজবুত করে এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আজকের অনুষ্ঠানে আলোচনা করা হল কোন কোন খাবার চুল পড়া রোধে, খুশকি কমাতে এবং চুলকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

Related Video