আমের পাল্প নয় এই বিশেষ জিনিস দিয়ে তৈরি হচ্ছে ম্যাঙ্গো জুস, ভিডিও দেখলে চমকে উঠবেন

Published : Aug 31, 2024, 01:19 PM IST
mango juice

সংক্ষিপ্ত

আমের রস তৈরির একটি ভিডিও এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে প্রচুর কেমিক্যাল দিয়ে কারখানায় তৈরি হচ্ছে ম্যাঙ্গো জুস।

ম্যাঙ্গো জুস কম-বেশি সকলের পছন্দের। বিভিন্ন কোম্পানির ম্যাঙ্গো জুস পাওয়া যায় বাজারে। তবে, জানেন কি কীভাবে তা তৈরি করা হচ্ছে?

সম্প্রতি আমের রস তৈরির একটি ভিডিও এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে প্রচুর কেমিক্যাল দিয়ে কারখানায় তৈরি হচ্ছে। ভাইরাল হল সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, চিনি রং এবং একাধিক কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে এই আমের জুস। যে ভিডিও প্রকাশ্যে আসতেই কয়েক লক্ষ ভিউস হয়ে গিয়েছে। ম্যাঙ্গো জুস তৈরি করে সংশ্লিষ্ট কোম্পানির তরফে যে পদ্ধতি অবলম্বন করা হয়, তা দেখে চমক উঠবে সকলে। আমের রস তৈরি করতে যে ভিডিও প্রকাশ্যে আসে তাতে দেখা চমকে উঠবেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে চিনি ঢালা হচ্ছে একটি পাত্রে। এরপর প্লাস্টিকের প্যাকেট ছিড়ে একে একে রঙির বিভিন্ন কেমিক্যাল যোগ করতে দেখা গিয়েছে। একের পর এক এই কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে ম্যাঙ্গোজুস।

এই ভিডিও দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে কোথায় আমের পাল্প? এই ভিডিও থেকে স্পষ্ট কীভাবে আমের জুস তৈরি হয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সুস্থ থাকতে সতর্ক হন। এবার থেকে সতর্ক হলে শরীর থাকবে সুস্থ। শারীরিক জটিলতার প্রধান কারণ হল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমরা সকলেই অজান্তে এমন অনেক খাবার খাই যা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে এমন পানীয় শরীরের জন্য ক্ষতিকর। তাই সতর্ক হন। সঠিক খাবার খান। সুস্থ থাকতে চাইলে এমন খাবার এড়িয়ে চলুন। একে মিলবে উপকার।   

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

শীতের দুপুরে এবার বাড়িতেও ঝাল ঝাল আলুর দম বানিয়ে খান, রইলো রেসিপি
শীতকালে ফুলকপি ভাপিয়ে খান, এতে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাদ ও পুষ্ঠিও রক্ষা হবে