লাল জাম্পস্যুট নাকি লাল ওয়ান পিস- বেছে নেবেন কোন ধরনের পোশাক, রইল টিপস

Published : Feb 14, 2022, 01:46 PM ISTUpdated : Feb 14, 2022, 01:52 PM IST
লাল জাম্পস্যুট নাকি লাল ওয়ান পিস- বেছে নেবেন কোন ধরনের পোশাক, রইল টিপস

সংক্ষিপ্ত

ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine’s Day) পোশাক মানে তা লাল হবে। এমন একটা অলিখিত নিয়ম চালুন আছে। আপনার আলমারিতে হয়তো রয়েছে একাধিক লাল রঙের পোশাক। কিন্তু, কোন পোশাক পরে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবেন, তা ভেবে পাচ্ছেন না। আজ রইল কয়টি লাল রঙের পোশাকের (Red Dress) হদিশ। এর মধ্যে একটি বেছে নিতে পারেন। এই ধরনের পোশাকের চমক দিন তাকে।

অর্চির সঙ্গে সদ্য সম্পর্ক শুরু হয়েছে রাহির। এই বছর তাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। একে অন্যকে কী উপহার দেবেন তা প্রায় এক মাস আগেই ঠিক হয়ে গিয়েছিল। এই ভালোবাসার দিনটা কেমন ভাবে কাটাবেন, তাও ছকা হয়ে গিয়েছে। দুজনেই কর্মরত তাই দিনের বেলা দেখা করার সুযোগ নেই। আবার ভ্যালেন্টাইন্স ডে পড়েছে সপ্তাহের শুরুতে, তাই ছুটি নেওয়া অসম্ভব। সব দিকে ভেবে চিন্তে রাতে ডিনার ডেটে-র (Dinner Date) প্ল্যান করেছে তারা। কোথায় যাবে, কখন যাবে সবই ঠিক। কিন্তু, সকাল থেকে বেশ চিন্তিত রাহি। ডেটে কী পোশাক পরে যাবে তা ঠিক করে উঠতে পারছে না। এদিকে ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine’s Day) পোশাক মানে তা লাল হবে। এমন একটা অলিখিত নিয়ম চালুন আছে। আপনার আলমারিতে হয়তো রয়েছে একাধিক লাল রঙের পোশাক। কিন্তু, কোন পোশাক পরে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবেন, তা ভেবে পাচ্ছেন না। আজ রইল কয়টি লাল রঙের পোশাকের (Red Dress) হদিশ। এর মধ্যে একটি বেছে নিতে পারেন। এই ধরনের পোশাকের চমক দিন তাকে। 

লাল ওয়ান পিস
ভ্যালেন্টাইন্স ডে-র পোশাকের থিম লাল হয়। আজ বেছে নিতে পারেন লাল ওয়ান পিস। রেস্তোরাঁয় যেতে কিংবা কোনও পার্টিতে যাওয়ার জন্য এটা আদর্শ পোশাক। লং, শর্ট কিংবা মিড লেন্থের ওয়ান পিস পরে ফেলুন। তবে, আপনি যেটায় স্বচ্ছন্দ সেই পোশাকই বেছে নেবেন। এর সঙ্গে পায়ে থাক ম্যাচিং স্টিলেটো। সঙ্গে মানানসই অ্যাক্সেসরিজ নিতে ভুলবেন না। 

লাল জাম্পস্যুট
নিজের ফিগার নিয়ে যদি আত্মবিশ্বাসী হন, তাহলে বেছে নিন লাল জাম্পস্যুট (Jumpsuit)। শীতের দিনে এই পোশাকে আরামও পাবেন। এর সঙ্গে পরুন হাই হিল জুতো। জাম্পস্যুট শেষ ২ বছর ধরে ফ্যাশনে ইন। এই পোশাক ক্যারি করাও বেশ সুবিধে। তাই আপনার ওয়াড্রোবে লাল জাম্পস্যুট থাকলে, আজ তাই পরেই যেতে পারেন ডেটিং-এ। 
   
কালো বডিকন উইথ রেড কোট
রাতে কোনও পার্টিতে যাওয়ার প্ল্যানিং থাকলে পরতে পারেন কালো বডিকন (Body Con) পোশাক। আর এখনও শহরে রয়েছে ঠান্ডার আমেজ। তাই এর সঙ্গে ক্যারি করুন লাল কোট। পায়ে থাক কালো বুট। পার্টি লুকের জন্য পারফেক্ট ড্রেস হতে পারে এইটি। এর সঙ্গে ম্যাচিং অ্যাকসেরিজ বদলে দেবে আপনার লুক। 
 
লাল সিফন শাড়ি
প্রেম দিবসে তাকে একেবারে চমকে দিতে চাইরে পরে যান লাল সিফন শাড়ি (Saree)। এর সঙ্গে ম্যাচিং অ্যাকসেরিজ নিতে ভুলবেন না। অনেক ছেলেরাই মনের মানুষকে শাড়িতে দেখতে পছন্দ করে। আপনার প্রেমিকের মনে এমন ইচ্ছে থাকলে, আজ শাড়ি পরে তাকে চমক দিন।  

আরও পড়ুন: ভালোবাসার দিন উদযাপন গুগল ডুডলে, হোম পেজ খুলতেই মিলল থ্রিডি ধাঁধা

আরও পড়ুন: ৫৪টি চিনা অ্যাপ ব্যান করল ভারত সরকার, বাতিল হল মোট ২২৪টি অ্যাপ

আরও পড়ুন: ভালোবাসা দিবসেও এই ভুলগুলি একদম নয়, চিরতরে নষ্ট হয়ে যেতে পারে সম্পর্ক
 

PREV
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়