অফিস যাওয়ার আগে দিনের শুরু করুন পুষ্টিতে ভরপুর স্বাস্থ্যকর ডিমের স্যালাড দিয়ে। উচ্চ প্রোটিন সমৃদ্ধ ডিম যেমন শরীরে শক্তি যোগায়, কাজে এনার্জি দেয় তেমনই পেট ভরতি রাখে অনেকক্ষণ। ফলে কাজে যাওয়ার আগে কোনওরকম ঝামেলা ছাড়াই চটজলদি হাতের কাছে থাকা কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই স্যালাড। এরজন্য দুটো সিদ্ধ ডিম। পরিমাণ মতো টকদই। এবং শসা, গাজর, বীনস, টমেটো এবং কিছুটা মেয়ানিজ দিয়ে ভালো করে সবকিছুর মিশ্রণ একসঙ্গে মিশিয়ে স্যালাডের মতো পরিবেশন করে খেয়ে নিন। এতে পেটও ভরা থাকবে দীর্ঘক্ষণ। শরীরে পুষ্টির চাহিদাও পূরণ হবে।