পাইলসের সমস্যায় ভুক্তভোগী অনেকেই। হোমিওপ্যাথি কিংবা অ্যালোপ্যাথি চিকিৎসা করেও অনেক সময় লাভ হয় না। সাময়িক নিষ্পত্তি মিলললেও আবার ব্যথা ফিরে আসে। আজ রইল সমস্যা থেকে চিরতরে মুক্তির উপায়। রইল এক বিশেষ ওষুধের কথা।
সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সনায় বা সেনা গাছের গুণে। এটি কোষ্ঠকাঠিন্যেরমতো সমস্যা দূর করে। তেমনই পেট সংক্রান্ত সমস্যা নিরাময় করে ও ওজন রাখে নিয়ন্ত্রণে।
পাইলস নিয়ন্ত্রণে রাখতে চাইলে সনায় বা সেনা গাছের বীজ খান। এটি সহজে পাওয়াও যায়। পেটের যে কোনও রোগ দূর করতে কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বেশ উপকারী সনায় বা সেনা গাছের বীজ। এটি শরীরে শক্তি জোগায়। দুর্বলতা দূর করে।
চুলের যত্নে ব্যবহার করতে পারেন সনায় বা সেনা গাছের বীজ। এটি দিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করলে মিলবে উপকার।
লিভার ভালো রাখতেও খেতে পারেন সনায় বা সেনা গাছের বীজ। এটি লিভার সংক্রান্ত যে কোনও সমস্যা দূর করে থাকে।
তেমনই শিশু, বয়স্ক এবং মহিলারা ব্যবহার করতে পারেন সনায় বা সেনা গাছের বীজ। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
জেনে নিন কীভাবে খাবেন সনায় বা সেনা গাছের বীজ। বিশেষজ্ঞের মতে, চায়ের মধ্যে সেনার বীজ মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। তবে, এই সনায় বা সেনা গাছের বীজ গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এতেও মিলবে উপকার।
এবার থেকে পাইলসের সমস্যা দূর হবে মাত্র সাত দিনে, এই গাছের গুণে মুক্তি মিলবে যন্ত্রণা থেকে রক্তপাত থেকে। খেতে পারেন সনায় বা সেনা গাছের বীজ।