Alcohol Consumption: মদ্যপান করলে এই ওষুধগুলি একদম খাবেন না! অ্যালকোহলের সঙ্গে মিশলে হতে পারে বিষক্রিয়া

Published : Jul 27, 2025, 08:07 PM ISTUpdated : Jul 27, 2025, 08:51 PM IST
Impact of alcohol on lifespan

সংক্ষিপ্ত

Alcohol Consumption: কিছু ওষুধ আছে, যেগুলি মদ্যপানের পর খেলে রীতিমতো বিষক্রিয়া হতে পারে। 

Alcohol Consumption: মদ্যপান অনেকেই করে থাকেন। কিন্তু কিছু জিনিস জেনে রাখা জরুরি। অনেকেই রাত জেগে পার্টি করেন। মদ্যপান করতে করতে হটাৎ খেয়াল হতে পারে, হয়ত সেই রাতের ওষুধটাই খাওয়া হয়নি। 

এবার মদ্যপান করার মাঝেই দুম করে তা খেয়ে ফেললেন। কিন্তু তারপরেই শুরু হল আসল সমস্যা। আসলে মদ্যপান করতে করতে কিছু ওষুধ খেলে বিপদে পড়তে পারেন যখন তখন। কারণ, অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধ মিশে গিয়ে শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। যার জেরে গুরুতর সমস্যা তৈরি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

কোন কোন ওষুধ মদ্যপান করার সময় খাবেন না?

কোডিন, অক্সিকোডন, মরফিন, ফেন্টানিল এবং আইবুপ্রোফেন জাতীয় ওষুধ মদ্যপান করার সময় বা পরে একদমই খাবেন না। শুধু তাই নয়, ওপিয়ডস জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া তৈরি করে শ্বাসযন্ত্রের ক্ষতি করে দিতে পারে। ফলে, মদের সঙ্গে এই ধরনের ওষুধ খেলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাকও হতে পারে। সেইসঙ্গে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশলে পেট ব্যথা এবং আলসারের সমস্যা হতে পারে।

অবসাদ বা অতিরিক্ত উদ্বেগ কমাতে যে ধরনের ওষুধ খাওয়া হয়, তা আবার অ্যালকোহলের সঙ্গে মিশে গেলে বিষক্রিয়া তৈরি হতে পারে। মদ্যপানের সময় বা পরে, এই জাতীয় ওষুধ খেলে কিন্তু স্নায়ুতন্ত্রের উপর বেশ চাপ পড়তে পারে। এর ফলে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন, এমনকি, কোমায় চলে যেতে পারেন।

বিপজ্জনক হয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিক

কোনওরকম অ্যান্টিবায়োটিকই অ্যালকোহলের সঙ্গে চলতে পারে না। মদ্যপান করার পরে যদি অ্যান্টিবায়োটিক খান, তাহলে লিভারের চরম ক্ষতি হতে পারে। যদি আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ় চলে, তাহলে সেই সময়টা একদমই মদ্যপান করা উচিত নয়। কারণ, অ্যালকোহল এবং অ্যান্টিবায়োটিক মিশে গেলে মাথা যন্ত্রণা এবং বমি শুরু হয়ে যেতে পারে। সেইসঙ্গে, হার্টের সমস্যাও দেখা দিতে পারে।

ডায়াবিটিসের ওষুধ খেলে কিংবা ইনসুলিন ইঞ্জেকশন নিলে, মদ্যপান বেশ ক্ষতিকর হতে পারে। কারণ, ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে অ্যালকোহল। ফলে, রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করেই নেমে যেতে পারে।

হাইপারটেনশন কিংবা রক্তচাপ কমানোর ওষুধ নিয়মিত খেলে বা কোলেস্টেরল বাড়লে, তাদেরও নিয়মিত ওষুধ খেতে হয়। এইসব ওষুধ চলাকালীন মদ্যপান করলে, রক্তচাপ দুম করে নেমে যেতে পারে। ফলে, হাইপোটেনশন দেখা দিতে পারে। ঠিক সেই কারণে, হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। ওদিকে আবার কোলেস্টেরলের ওষুধের সঙ্গে অ্যালকোহল মিশে গেলে, লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।

জ়োলপিডেম এবং এসজোপিক্লোনের মতো ঘুমের ওষুধ খেলে মদ্যপান একেবারেই করবেন না। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস