Skin Care: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে ত্বকের ঔজ্জ্বল্য? বিটের রসেই পাবেন দারুণ উপকার

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং বলিরেখা কমাতেও সাহায্য করে বিটের রস। চুলের স্বাস্থ্যও ভালো রাখে এই সবজি। 

বিটের রস অবশ্যই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। উচ্চ রক্তচাপ থেকে রোগ প্রতিরোধী ক্ষমতা হ্রাস— সব সমস্যা নিবারণে বিটের রস এক অব্যর্থ দাওয়াই। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে এবং বলিরেখা কমাতেও সাহায্য করে বিটের রস। চুলের স্বাস্থ্যও ভালো রাখে এই সবজি।

১) অল্প বয়সেই অনেকে ত্বকে বার্ধক্যের ছাপের সমস্যায় ভোগেন। ধুলোময়লা, দূষণ, জাঙ্ক ফুড খাওয়া, জল কম খাওয়ার মতো বিভিন্ন কারণে ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। এই সমস্যা দূর করতে বিটের রস ব্যবহার করতে পারেন। সারা মুখে বিটের রস লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখ আলতো চাপ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিন।

Latest Videos

২) বিটের বিভিন্ন অ্যান্টিসেপটিক গুন থাকে। এই গুনগুলির কারণে মুখে ব্রণ হওয়ার সমস্যাও কমে যায়। ত্বকের দাগছোপ হালকা করতে সাহায্য করে বিটের রস।

৩) চোখের নীচে যদি ডার্ক সার্কেল তৈরি হয়, সেই কালচে দাগ দূর করতেও কাজে লাগে বিট। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন চোখের নীচের কালচে দাগছোপ দূর করতে সহায়তা করে।

৪) প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও বিটের রসের জুড়ি মেলা ভার। ত্বকের আর্দ্র ভাব ধরে রাখতেও দারুণ কার্যকর এটি। ত্বকে ব্যবহার করা ছাড়া, বিটের রস খেলেও কিন্তু উপকার পাবেন। শরীরে জলের ঘাটতি পূরণ করে এই পানীয়।

৫) ত্বকে জেল্লা আনতে তো বটেই, চুল ভাল রাখতেও কাজে আসে এই পানীয়। এক দিন অন্তর বিটের রস মাথার ত্বকে লাগালে চুল ঝরার সমস্যা কমতে পারে। চুলে নিয়মিত বিটের রস লাগালে জেল্লা আসবে সহজে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today