আর্দ্রতা
বাথরুম সবসময় ব্যবহার করা হয়, তাই এখানে সবসময় আর্দ্র থাকে। বাথরুমে টুথব্রাশ রাখলে টুথব্রাশের পশম আর্দ্র হয়ে যায়। এই আর্দ্রতার কারণে টুথব্রাশে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মায়। এমন টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের ক্ষতি হয় এবং মুখের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। তাই বাথরুমে টুথব্রাশ রাখা উচিত নয়।
দূষণ
বাড়ির সবাই একই হোল্ডারে বাথরুমে টুথব্রাশ রাখেন। এর ফলে টুথব্রাশ দূষিত হয়। একজনের টুথব্রাশের জীবাণু অন্যদের টুথব্রাশে ছড়ায়। এর ফলে সবার সংক্রামক রোগ হওয়ার ঝুঁকি থাকে।