
বিভিন্ন ভাজাভুজি খাবার, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দূষণ শরীরে জমিয়ে তোলে একাধিক টক্সিন। এ থেকেই শুরু হয় গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, হরমোনের ভারসাম্যহীনতা এবং ত্বকের নানা সমস্যা। আধুনিক জীবনযাত্রার মধ্যে শরীরকে ভিতর থেকে পরিষ্কার বা ডিটক্স করার প্রয়োজনীয়তা তাই আগের চেয়ে অনেক বেশি।
প্যাকেটজাত ডিটক্সিক পাউডার বা পানীয়র তুলনায় শরীর থেকে প্রাকৃতিকভাবে টক্সিন দূর করা বেশি জরুরি। রান্নাঘরেই পাবেন এমন তিনটি মসলা যে সাহায্য করবে আপনাকে। আজওয়াইন, জিরা ও মেথি -এই তিনটি প্রাকৃতিক মসলা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং শরীরের ভিতর থেকে ডিটক্সিফিকেশন, অর্থাৎ টক্সিন দূর করার মতো গুরুত্বপূর্ণ কাজেও সাহায্য করে। এই তিন উপাদান একত্রে ব্যবহার করলে তা হজম, ওজন নিয়ন্ত্রণ, রক্ত পরিশোধন এবং লিভার ক্লিনজিংয়ের জন্য বিশেষভাবে উপকারী। চলুন জেনে নি কীভাবে বানাবেন, কিভাবে খাবেন, আর কী উপকার পাবেন।
শরীর ডিটক্সিক করা জরুরি কেন?
আমাদের দৈনিক খাদ্যভ্যাসে এমন অনেক খাবার আছে যা থেকে পারিপাক তন্ত্রে বিষাক্ত টক্সিন পদার্থ জমা হতে থাকে। এই বিষাক্ত পদার্থগুলি ধীরে ধীরে আমাদের শরীরের বিভিন্ন আভ্যন্তরীণ অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। হজমের সমস্যা, ক্লান্তি, ত্বকের রোগ এমনকি অন্য কোনো গুরুতর সমস্যার মাধ্যমে দুর্বল করে তোলে। তাই প্রাকৃতিক উপায়ে শরীর থেকে নিয়মিত এই টক্সিন দূর করা দরকার। আজওয়াইন, জিরা ও মেথি এই তিনটি উপকরণই শুধু শরীরকে ডিটক্সিফাই করেনা বরং রোগ প্রতিরোধ মুক্ত করতেও সাহায্য করে।
এর উপকারিতা কী কী?
* হজমের সহায়ক ফলে কোষ্ঠকাঠিন্য কমায় * গ্যাস, অ্যাসিডিটি, বদহজম কমায় * অন্ত্রকে সুস্থ্য রাখে * বিপাকক্রিয়া বাড়িয়ে ওজন কমাতে সহায়তা করে * চর্বি ভাঙতে সাহায্য করে - রক্তে জমে থাকা টক্সিন কমায় - ব্রণ ও ত্বকের অ্যালার্জি নিরাময়ে সাহায্যকারী * মহিলাদের PCOS বা অনিয়মিত ঋতুচক্রের জন্য খুব উপকারী * রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে * কোলেস্টেরল কমায়
কীভাবে তৈরী করবেন?
১০০ গ্রাম আজওয়াইন ৫০ গ্রাম জিরা ৫০ গ্রাম মেথি
প্রণালী : এই তিনটি মশলা কড়াইতে শুকনো খোলায় ভেজে নিতে হবে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত, তবে খেয়াল রাখতে হবে আঁচ বাড়িয়ে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে তেতো হয়ে যাবে। এবার এগুলিকে ঠান্ডা করে তারপর মিক্সারে দিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নিন। সংরক্ষণ করতে হলে বায়ুরোধী (air tight) পাত্রে রাখুন।
কীভাবে সেবন করবেন?
প্রতি রাতে ঘুমোনোর আগে ১ চামচ আজওয়াইন-জিরা-মেথি গুঁড়ো উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে নিয়ে খেতে হবে। প্রথমে খেতে তেতো লাগলে অল্প মধু মিশিয়ে নিতে পারেন। আজওয়াইন বিপাক বাড়ায়, গ্যাস-অ্যাসিডিটি বদহজমের সমস্যা কমায়। আবার জিরা শরীরকে ডিটক্সিফাই করে প্রদাহ কমায়। ওদিকে মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত করে। এই তিনটি মশলা একসাথে প্রাকৃতিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার শরীরকে জাদুর মতো ডিটক্সিফাই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।
সাবধানতা
পার্শপ্রতিক্রিয়াহীন এইগুলো সকলেই খেতে পারেন, তবে কারোর যদি কোনো মশলায় অ্যালার্জি থেকে থাকে, সেক্ষেত্রে না খাওয়াই ভালো। আমার গর্ভবতী মহিলা বা ছোট বাচ্চাদের চিকিৎসার পরামর্শ ছাড়া খাওয়ানো উচিত নয়। এছাড়াও মসলা তৈরির সময় দোকান থেকে কেনার পর মসলার গুণগত মান ও পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দেওয়া জরুরী।
সারাংশ প্যাকেটজাত ডিটক্সিফায়ারের থেকে ঘরোয়া উপায় শরীর টক্সিন মুক্ত করতে পারলে তারও ভালো। কিছু মসলা আমাদের রান্নাঘরে থাকে যার অলৌকিক গুণ আমরা জানি না। এগুলি পার্শ্বপ্রতিক্রিয়াহীন ১০০% প্রাকৃতিকভাবে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। মেনে নেওয়া যাক সেই মসলাগুলি।