প্রতি মাসে পিরিয়ড দেরিতে হয়? এই একটা ফল দেবে সমস্যার দুর্দান্ত সমাধান

উৎসব, অনুষ্ঠানের সময় পিরিয়ড না আসাটা অনেকের কাম্য। এজন্য নানা রকম চেষ্টাও করেন অনেকে। অনেক মহিলা বিশ্বাস করেন যে পেঁপে খেলে পিরিয়ড তাড়াতাড়ি আসে। এর সত্যতা কতটুকু জানেন?

Parna Sengupta | Published : Nov 13, 2024 7:47 AM IST
15

প্রতি মাসে মহিলাদের পিরিয়ড হওয়া খুবই স্বাভাবিক। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু এই পিরিয়ড চক্র সবার জন্য একই রকম হয় না। তাছাড়া এর লক্ষণগুলোও সবার জন্য আলাদা।

25

যাদের পিরিয়ড দেরিতে হয়, তারা তাড়াতাড়ি আসার জন্য নানা চেষ্টা করেন। পেঁপে খাওয়াও একটি। অনেকেই বিশ্বাস করেন পেঁপে খেলে তাড়াতাড়ি পিরিয়ড হয়।

35

পেঁপে খেলে কি পিরিয়ড তাড়াতাড়ি আসে? পাকা পেঁপে খেলে পিরিয়ড তাড়াতাড়ি আসতে পারে।

45

পেঁপেতে ক্যারোটিন থাকে, যা ইস্ট্রোজেন হরমোনকে উদ্দীপিত করে। এছাড়া ঋতুচক্র নিয়ন্ত্রণেও কার্যকরী।

55

পিরিয়ড দেরিতে হলে ভয় পাবেন না। স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos