Health Care: বর্ষাকালে ডাবের জল পান করলেই ম্যাজিক! কী কী উপকার পাবেন জেনে নিন

Published : Jul 07, 2024, 10:46 PM IST
Coconut Water

সংক্ষিপ্ত

বর্ষাকালে ডাবের জল পান করলেই ম্যাজিক! কী কী উপকার পাবেন জেনে নিন

গরমে তৃষ্ণা পেলে ডাবের জল অমৃতের মতো অনুভূত হয়। দেখা  ডাবের জল শরীরের অনেক উপকার করে। এটি প্রচুর পুষ্টি জোগায় এবং শরীরে জলের ঘাটতি দূর করে।

এটি কেবল পাচনতন্ত্রকে ঠিক রাখে না  ত্বক ভালো রাখতেও অত্যন্ত উপকারী ডাবের জল। কিন্তু অনেকেই বলেন, বর্ষায় ডাবের জল পান করলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। কথাটা কতটা সত্যি, চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে।

হ্যাঁ, গ্রীষ্ম ও শীতের মতো বর্ষাতেও ডাবের জল পান করা যায়। এতে থাকা প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন রয়েছে যা শরীরের মারাত্মক উপকার করে। তাই তো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট পরিমাণে ডাবের জল খেতে। এর পাশাপাশি বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে রোগবালাই দ্রুত ঘিরে ধরে এবং ডাবের জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ ভাবে বেড়ে যায়।

অন্যদিকে ডাবের জল পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায়। বর্ষাকালে ব্যাকটেরিয়া পেটে গিয়ে পেট খারাপ করে দেয়, তাই ডাবের জল এই সমস্যা সহজেই দূর করে দিতে পারে। তবে এর পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র তাজা ডাবের জল পান করতে হবে বাসি বা পুরান জল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।

PREV
click me!

Recommended Stories

ভুল করেছিলেন চিকিৎসক, AI-এর সঙ্গে মাত্র ২ মিনিটের আড্ডা, তাতেই প্রাণ বাঁচাল এক ব্যক্তির!
কোলেস্টেরল কমাতে সাহায্য করে এমন খাবার